ডা. নাজমুন নাহার
বর্তমান বিশ্বে একটি গভীর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা। এটি এমন একটি অবস্থা, যেখানে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রভাব প্রতিরোধ করে ফেলে। ফলে সাধারণ সংক্রমণগুলোও জটিল ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
মূল কারণ
» অতিরিক্ত ও ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার
» অনেক সময় সাধারণ ঠান্ডা, সর্দি বা ভাইরাল সংক্রমণের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। রোগী সম্পূর্ণ কোর্স না করে মাঝপথে ওষুধ বন্ধ করে দেন। নিজের মনমতো বা পুরোনো প্রেসক্রিপশন ব্যবহার করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন।
» পশু খাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার
» গবাদিপশু ও হাঁস-মুরগির দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিক জীবাণুগুলো মানুষের শরীরে প্রবেশ করে প্রতিরোধশীলতা তৈরি করে।
অস্বাস্থ্যকর চিকিৎসা পদ্ধতি
অনেক হাসপাতাল ও ক্লিনিক সঠিক পদ্ধতিতে জীবাণুমুক্ত রাখা হয় না। একই সিরিঞ্জ বা সরঞ্জাম বহুবার ব্যবহার করা হয়। এসব কারণে ইনজেকশন, ইনফিউশন কিংবা অস্ত্রোপচারের সময় জীবাণুর সংক্রমণ ঘটে।
অপ্রয়োজনীয় প্রেসক্রিপশন
অনেক সময় চিকিৎসকেরা ডায়াগনস্টিক টেস্ট ছাড়া শুধু রোগের উপসর্গ দেখে অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেন। সেসব ওষুধ নিয়মিত খেলেও অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যায়।
নিম্নমানের ওষুধ
বাজারে নিম্নমানের বা ভেজাল অ্যান্টিবায়োটিক আছে। এমন ওষুধের সঠিক ডোজ ও গুণমান না থাকায় ব্যাকটেরিয়া ধ্বংস না হয়ে বরং সেগুলো প্রতিরোধক্ষমতা অর্জন করে।
জনসচেতনতার অভাব
অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে এবং কেন পুরো কোর্স শেষ করা দরকার—এ বিষয়ে অনেকে জানেন না। রোগ ভালো হলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন অনেকে, যা ব্যাকটেরিয়ার প্রতিরোধক্ষমতা বাড়ায়।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধের পরিণতি
» সাধারণ সংক্রমণ, যেমন মূত্রনালি সংক্রমণ, নিউমোনিয়া, টিউবারকুলোসিস ইত্যাদি সহজে নিরাময়যোগ্য থাকে না।
» হাসপাতালের সঙ্গে সম্পর্কিত সংক্রমণ বৃদ্ধি পেতে পারে।
» অস্ত্রোপচার বা ক্যানসার চিকিৎসার সময় সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
» ওষুধের ব্যয়, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার সময়কাল অনেক বেড়ে যায়।
প্রতিরোধে করণীয়
» অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা।
» শুধু ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
» চিকিৎসক যেসব ওষুধ দিয়েছেন, তা শেষ না করা পর্যন্ত চালিয়ে যেতে হবে।
» চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।
» গবাদিপশুতে অ্যান্টিবায়োটিক ব্যবহারে কড়াকড়ি আরোপ করতে হবে।
» রোগনির্ণয়ে আধুনিক টেস্ট ব্যবহার করতে হবে।
অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সরকারি পর্যায়ে নিয়ন্ত্রণ এবং নীতিমালা প্রণয়ন জরুরি।
পরামর্শ দিয়েছেন: মেডিসিন বিশেষজ্ঞ, চেম্বার: আলোক হাসপাতাল
বর্তমান বিশ্বে একটি গভীর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা। এটি এমন একটি অবস্থা, যেখানে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রভাব প্রতিরোধ করে ফেলে। ফলে সাধারণ সংক্রমণগুলোও জটিল ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
মূল কারণ
» অতিরিক্ত ও ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার
» অনেক সময় সাধারণ ঠান্ডা, সর্দি বা ভাইরাল সংক্রমণের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। রোগী সম্পূর্ণ কোর্স না করে মাঝপথে ওষুধ বন্ধ করে দেন। নিজের মনমতো বা পুরোনো প্রেসক্রিপশন ব্যবহার করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন।
» পশু খাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার
» গবাদিপশু ও হাঁস-মুরগির দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিক জীবাণুগুলো মানুষের শরীরে প্রবেশ করে প্রতিরোধশীলতা তৈরি করে।
অস্বাস্থ্যকর চিকিৎসা পদ্ধতি
অনেক হাসপাতাল ও ক্লিনিক সঠিক পদ্ধতিতে জীবাণুমুক্ত রাখা হয় না। একই সিরিঞ্জ বা সরঞ্জাম বহুবার ব্যবহার করা হয়। এসব কারণে ইনজেকশন, ইনফিউশন কিংবা অস্ত্রোপচারের সময় জীবাণুর সংক্রমণ ঘটে।
অপ্রয়োজনীয় প্রেসক্রিপশন
অনেক সময় চিকিৎসকেরা ডায়াগনস্টিক টেস্ট ছাড়া শুধু রোগের উপসর্গ দেখে অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেন। সেসব ওষুধ নিয়মিত খেলেও অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যায়।
নিম্নমানের ওষুধ
বাজারে নিম্নমানের বা ভেজাল অ্যান্টিবায়োটিক আছে। এমন ওষুধের সঠিক ডোজ ও গুণমান না থাকায় ব্যাকটেরিয়া ধ্বংস না হয়ে বরং সেগুলো প্রতিরোধক্ষমতা অর্জন করে।
জনসচেতনতার অভাব
অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে এবং কেন পুরো কোর্স শেষ করা দরকার—এ বিষয়ে অনেকে জানেন না। রোগ ভালো হলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন অনেকে, যা ব্যাকটেরিয়ার প্রতিরোধক্ষমতা বাড়ায়।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধের পরিণতি
» সাধারণ সংক্রমণ, যেমন মূত্রনালি সংক্রমণ, নিউমোনিয়া, টিউবারকুলোসিস ইত্যাদি সহজে নিরাময়যোগ্য থাকে না।
» হাসপাতালের সঙ্গে সম্পর্কিত সংক্রমণ বৃদ্ধি পেতে পারে।
» অস্ত্রোপচার বা ক্যানসার চিকিৎসার সময় সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
» ওষুধের ব্যয়, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার সময়কাল অনেক বেড়ে যায়।
প্রতিরোধে করণীয়
» অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা।
» শুধু ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
» চিকিৎসক যেসব ওষুধ দিয়েছেন, তা শেষ না করা পর্যন্ত চালিয়ে যেতে হবে।
» চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।
» গবাদিপশুতে অ্যান্টিবায়োটিক ব্যবহারে কড়াকড়ি আরোপ করতে হবে।
» রোগনির্ণয়ে আধুনিক টেস্ট ব্যবহার করতে হবে।
অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সরকারি পর্যায়ে নিয়ন্ত্রণ এবং নীতিমালা প্রণয়ন জরুরি।
পরামর্শ দিয়েছেন: মেডিসিন বিশেষজ্ঞ, চেম্বার: আলোক হাসপাতাল
পুরুষদের জন্য নতুন একটি জন্মনিরোধক আনার চেষ্টা করা হচ্ছে অনেক দিন ধরেই। অবশেষে হয়তো বিজ্ঞানীরা সফল হতে যাচ্ছেন। সাম্প্রতিক এক ‘ক্লিনিক্যাল ট্রায়ালে’ দেখা গেছে, পুরুষের শুক্রাণু নালিতে স্থাপনযোগ্য এই জন্মনিরোধক দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। এই জন্মনিরোধক স্থাপনে শরীরের হরমোনে কোনো পরিবর্তন আসে
১৫ ঘণ্টা আগেআধুনিক সমাজে আমাদের একধরনের ব্যস্ততা আছে, তাড়া আছে। কোনো কিছুতেই যেন সময় হয়ে উঠছে না আমাদের। প্রতিদিন রান্না করার বিষয়টিও সেই সময়সংকটের মধ্যে পড়েছে। ফলে এখন এক দিনেই বেশি রান্নার পর একাধিক দিন গরম করে খাওয়ার অভ্যাস গড়ে উঠেছে। অথচ রান্না করা খাবার পুনরায় গরম করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে...
১ দিন আগেহিমোফিলিয়া একটি বিরল অথচ গুরুতর ধরনের রক্তক্ষরণজনিত রোগ। এটি সাধারণত বংশগত কারণে হয়। তবে মাঝে মাঝে কোনো জিনগত পরিবর্তনের কারণেও কেউ জন্মসূত্রে হিমোফিলিয়া নিয়ে জন্মায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে রক্ত জমাট বাঁধানোর জন্য প্রয়োজনীয় একটি নির্দিষ্ট ক্লটিং ফ্যাক্টরের ঘাটতি থাকে। ফলে সামান্য আঘাতেও..
১ দিন আগেস্থূলতা কিংবা অতিরিক্ত ওজন শুধু হৃদ্রোগ ও ডায়াবেটিসের মতো সমস্যার কারণ হয় না, এটি চোখের স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত ওজন দেহের রক্তসঞ্চালন, রক্তচাপ ও বিপাকক্রিয়াকে ব্যাহত করে, যা চোখের বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়।
১ দিন আগে