Ajker Patrika

বেশির ভাগ কোমরের ব্যথা যে কারণে হয়

ডা. মো. নূর আলম
বেশির ভাগ কোমরের ব্যথা যে কারণে হয়

কোমরব্যথা অনেক কারণে হয়ে থাকে। এর অন্যতম প্রোলাপ্স লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক বা পিএলআইডি। যাকে আমরা সংক্ষেপে ডিস্ক প্রোলাপ্স হিসেবে জানি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগের বেশি কোমরব্যথার মূল কারণ ডিস্ক প্রোলাপ্স।

আমাদের পিঠ ও কোমরে অনেক ছোট-বড় হাড় বা কশেরুকা বা ভাট্রিবা আছে। এগুলোর মাঝখানে একধরনের কার্টিলেজ থাকে, যা অনেকটা পিচ্ছিল ও জেলির মতো। এগুলোই ডিস্ক।

বিভিন্ন আঘাত কিংবা হাড় ক্ষয় বৃদ্ধির কারণে এই ইন্টারভার্টিবাল ডিস্ক বের হয়ে নার্ভ কিংবা স্পাইনাল কর্ডে চাপ দেয়। ফলে কোমরব্যথা হয়। অনেক সময় এই ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে গিয়ে পা ঝিনঝিন করে, অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে বা হাঁটতে গেলে কষ্ট হয়।

কখনো আবার রোগী বসতে পারে না। অনেক সময় এই ব্যথা কোমর থেকে সরাসরি পায়ে চলে যায়। মাঝে মাঝে দেখা যায়, রোগীর কোমর যেকোনো এক দিকে বাঁকা হয়ে গেছে। এসব শারীরিক সমস্যা এড়াতে কোমরব্যথার কারণ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নেওয়া জরুরি।

তবে অনেক সময় এই ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে এক করে ফেলা হয়। সে জন্য চিকিৎসা নিতেও দেরি হয়। সতর্ক থাকতে হবে, ডিস্ক প্রোলাপ্সের ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডিস্ক প্রোলাপ্স নাকি কিডনিজনিত ব্যথা, সেটা বোঝার উপায় আছে।

  • ডিস্ক প্রোলাপ্সের ব্যথা সাধারণত কোমর এবং কোমরের পেছন দিয়ে ঊরু ও পায়ের পেছন দিক দিয়ে পায়ের পাতা পর্যন্ত যেতে পারে।
  • কিডনিজনিত ব্যথা কোমর ও কোমর থেকে পায়ের সামনের দিকে, অর্থাৎ ঊরুর সামনের দিক দিয়ে হাঁটু পর্যন্ত যেতে পারে।
  • কিডনিজনিত কোমরব্যথা হলে বমি বমি ভাব বা হালকা জ্বরও হতে পারে। ডিস্ক প্রোলাপ্সজনিত কোমরব্যথায় সাধারণত 
    বমি হয় না।
  • এ রোগে চিকিৎসা নিতে যত দেরি হয়, রোগীর অবস্থা তত খারাপ হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রস্রাব-পায়খানার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমন অবস্থা হয়ে গেলে অপারেশন ছাড়া রোগী সুস্থ হবে না। ফলে কোমরব্যথা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

পরামর্শ দিয়েছেন: সিনিয়র কনসালট্যান্ট, আলোক হাসপাতাল লি., মিরপুর-৬, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত