ডা. মো. নূর আলম
কোমরব্যথা অনেক কারণে হয়ে থাকে। এর অন্যতম প্রোলাপ্স লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক বা পিএলআইডি। যাকে আমরা সংক্ষেপে ডিস্ক প্রোলাপ্স হিসেবে জানি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগের বেশি কোমরব্যথার মূল কারণ ডিস্ক প্রোলাপ্স।
আমাদের পিঠ ও কোমরে অনেক ছোট-বড় হাড় বা কশেরুকা বা ভাট্রিবা আছে। এগুলোর মাঝখানে একধরনের কার্টিলেজ থাকে, যা অনেকটা পিচ্ছিল ও জেলির মতো। এগুলোই ডিস্ক।
বিভিন্ন আঘাত কিংবা হাড় ক্ষয় বৃদ্ধির কারণে এই ইন্টারভার্টিবাল ডিস্ক বের হয়ে নার্ভ কিংবা স্পাইনাল কর্ডে চাপ দেয়। ফলে কোমরব্যথা হয়। অনেক সময় এই ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে গিয়ে পা ঝিনঝিন করে, অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে বা হাঁটতে গেলে কষ্ট হয়।
কখনো আবার রোগী বসতে পারে না। অনেক সময় এই ব্যথা কোমর থেকে সরাসরি পায়ে চলে যায়। মাঝে মাঝে দেখা যায়, রোগীর কোমর যেকোনো এক দিকে বাঁকা হয়ে গেছে। এসব শারীরিক সমস্যা এড়াতে কোমরব্যথার কারণ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নেওয়া জরুরি।
তবে অনেক সময় এই ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে এক করে ফেলা হয়। সে জন্য চিকিৎসা নিতেও দেরি হয়। সতর্ক থাকতে হবে, ডিস্ক প্রোলাপ্সের ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডিস্ক প্রোলাপ্স নাকি কিডনিজনিত ব্যথা, সেটা বোঝার উপায় আছে।
পরামর্শ দিয়েছেন: সিনিয়র কনসালট্যান্ট, আলোক হাসপাতাল লি., মিরপুর-৬, ঢাকা
কোমরব্যথা অনেক কারণে হয়ে থাকে। এর অন্যতম প্রোলাপ্স লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক বা পিএলআইডি। যাকে আমরা সংক্ষেপে ডিস্ক প্রোলাপ্স হিসেবে জানি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগের বেশি কোমরব্যথার মূল কারণ ডিস্ক প্রোলাপ্স।
আমাদের পিঠ ও কোমরে অনেক ছোট-বড় হাড় বা কশেরুকা বা ভাট্রিবা আছে। এগুলোর মাঝখানে একধরনের কার্টিলেজ থাকে, যা অনেকটা পিচ্ছিল ও জেলির মতো। এগুলোই ডিস্ক।
বিভিন্ন আঘাত কিংবা হাড় ক্ষয় বৃদ্ধির কারণে এই ইন্টারভার্টিবাল ডিস্ক বের হয়ে নার্ভ কিংবা স্পাইনাল কর্ডে চাপ দেয়। ফলে কোমরব্যথা হয়। অনেক সময় এই ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে গিয়ে পা ঝিনঝিন করে, অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে বা হাঁটতে গেলে কষ্ট হয়।
কখনো আবার রোগী বসতে পারে না। অনেক সময় এই ব্যথা কোমর থেকে সরাসরি পায়ে চলে যায়। মাঝে মাঝে দেখা যায়, রোগীর কোমর যেকোনো এক দিকে বাঁকা হয়ে গেছে। এসব শারীরিক সমস্যা এড়াতে কোমরব্যথার কারণ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নেওয়া জরুরি।
তবে অনেক সময় এই ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে এক করে ফেলা হয়। সে জন্য চিকিৎসা নিতেও দেরি হয়। সতর্ক থাকতে হবে, ডিস্ক প্রোলাপ্সের ব্যথাকে কিডনিজনিত ব্যথার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডিস্ক প্রোলাপ্স নাকি কিডনিজনিত ব্যথা, সেটা বোঝার উপায় আছে।
পরামর্শ দিয়েছেন: সিনিয়র কনসালট্যান্ট, আলোক হাসপাতাল লি., মিরপুর-৬, ঢাকা
ডেঙ্গুতে সর্বশেষ মারা যাওয়া শিশু (১) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাকি দুজনের মধ্যে তরুণী (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর ব্যক্তি (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর জানুয়ারি থেকে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৬।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে টিনএজারদের মধ্যে টিএইচসি, সিবিডি এবং সিনথেটিক ক্যানাবিনয়েড ভ্যাপিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উদ্বেগজনক বিষয় হলো, অনেক কিশোর-কিশোরীই জানে না তারা
১২ ঘণ্টা আগেগত চার দশকের বেশি সময় ধরে কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে এইচআইভি। এবার হাতে এসেছে এক কার্যকর হাতিয়ার। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বিশ্বের প্রথম এইচআইভি প্রতিরোধী ওষুধ ‘ইয়েজটুগো’ বা ‘লেনাক্যাপাভির’ অনুমোদন দিয়েছে, যা বছরে মাত্র দুবার ইনজেকশনের মাধ্যমে প্রায় শতভাগ
১৪ ঘণ্টা আগেডেঙ্গুতে সর্বশেষ মারা যাওয়া তিনজনই পুরুষ। তাঁদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩।
২ দিন আগে