Ajker Patrika

প্রো-অ্যাকটিভ হাসপাতালে চক্ষু ইউনিটের উদ্বোধন

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২৩: ৪৩
প্রো-অ্যাকটিভ হাসপাতালে চক্ষু ইউনিটের উদ্বোধন

উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চক্ষু ইউনিট উদ্বোধন করা হয়। গত শনিবার প্রো-অ্যাকটিভ হাসপাতালে এটি উদ্বোধন করা হয়। প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এই ইউনিট চক্ষু বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন (মাইক্রো সার্জারি/অকুলোপ্লাস্টি স্পেশালিস্ট) অধ্যাপক ডা. জি. এম. ফারুক (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (চক্ষু), ডি. ও (ডি ইউ), ফেলো অকুলোপ্লাস্টি (নিউ দিল্লি), এক্স-অধ্যাপক, চক্ষু ও বিভাগীয় প্রধান (অকুলোপ্লাস্টি), জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।)। 

চক্ষু ইউনিট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইসি চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ। এ ছাড়া মো. নজরুল ইসলাম সিকদার, হসপিটাল পরিচালক মেজর ডা. একেএম মাহবুবুল হক (অব.) এবং হসপিটালের ডেপুটি ডিরেক্টর ডা. শরীফ মো. আরিফুল হক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত