Ajker Patrika

ওমিক্রনের ১৩ লক্ষণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫: ৩৭
ওমিক্রনের ১৩ লক্ষণ

বিশ্ব জুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। ইউরোপ দেশগুলোসহ বিশ্বের নানা প্রান্তে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ৯৯৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৪৮ জনের। 

বিশেষজ্ঞদের মতে, করোনার ওমিক্রন ধরন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সংক্রমণের এই ঊর্ধ্বগতি। 

ওমিক্রনে আক্রান্ত রোগীদের ওপর সমীক্ষা চালিয়ে ওমিক্রনের ১৩টি লক্ষণের কথা জানিয়েছে যুক্তরাজ্যের জো কোভিড সিম্পটম স্টাডি। 

সমীক্ষায় দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত ৬৮ শতাংশের মাথাব্যথা, ৪৪ শতাংশের খুব কাশি, ২৮ শতাংশের মাথা ঝিমঝিম, ২৯ শতাংশের জ্বর, ৬৪ শতাংশের নাছোড় ক্লান্তি, ২৪ শতাংশের স্মৃতিভ্রম, ২৩ শতাংশের পেশিতে ব্যথা, ১৯ শতাংশের বুকে ব্যথা, ৪৪ শতাংশের নাক দিয়ে পানি পড়া, ৬০ শতাংশের হাঁচি, ২৪ শতাংশের গন্ধের অনুভূতি কম, ৩৪ শতাংশের গলা ভাঙা ও ৩০ শতাংশের কাঁপুনি লক্ষণ রয়েছে। 

গবেষণায় দেখা গেছে, ডেলটার চেয়েও ওমিক্রন অতি সংক্রামক। তবে টিকা নেওয়া ব্যক্তিদের ঝুঁকি কম। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনও অনেক বেশি।

ওমিক্রন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত