দাঁতে ব্যথার প্রধান কারণগুলো দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, দাঁতের শিকড়ে সংক্রমণ, দাঁতের ফাটল, সেনসিটিভিটি এবং দাঁতে আঘাত। এ ছাড়া, অপর্যাপ্ত দাঁত ব্রাশিং, বেশি মিষ্টি খাবার এবং অতিরিক্ত চাপ ও ব্যথার কারণ হতে পারে।
দাঁতে ব্যথার কারণ:
দাঁতের ক্ষয়: দাঁতে গর্ত হওয়া, যা গভীর হলে ব্যথা সৃষ্টি করে।
মাড়ির রোগ: মাড়ি ফুলে যাওয়া বা ইনফেকশন।
দাঁতের শিকড়ে সংক্রমণ: শিকড়ে ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ।
সেনসিটিভিটি: গরম বা ঠান্ডা খাবারে দাঁত সেনসিটিভ হয়ে ব্যথা করা।
ক্র্যাকড টুথ: দাঁত ফাটলে বা চিড় ধরলে।
আঙুলের চাপ: রাতে দাঁত চেপে ধরে ঘষা।
অপর্যাপ্ত ব্রাশিং: পরিষ্কার না রাখায় জীবাণু জমা।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: বেশি মিষ্টি বা অ্যাসিডিক খাবার।
মাড়িতে আঘাত: শক্ত কিছু খেতে গিয়ে মাড়ি ক্ষতিগ্রস্ত হলে।
দাঁতে ব্যথার প্রতিকার
হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি: ব্যথা কমায় এবং ইনফেকশন দূর করে।
ডেন্টাল ফ্লস: দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যাংশ পরিষ্কার করা।
রসুন পেস্ট: রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় ব্যথা কমায়।
মাড়ির জন্য অ্যান্টিসেপটিক জেল: বিশেষত মাড়ির ইনফেকশনে।
দাঁতের মাজনের পরিবর্তন: সেনসিটিভ দাঁতের জন্য বিশেষ পেস্ট ব্যবহার।
পুষ্টিকর খাদ্যাভ্যাস: ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার।
দাঁতের ব্রাশ: নরম ব্রাশ ব্যবহার করা।
রুট ক্যানাল থেরাপি: যদি সমস্যা গভীর হয়, ডেন্টিস্টের সাহায্য নেওয়া।
দাঁতে ব্যথার প্রধান কারণগুলো দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, দাঁতের শিকড়ে সংক্রমণ, দাঁতের ফাটল, সেনসিটিভিটি এবং দাঁতে আঘাত। এ ছাড়া, অপর্যাপ্ত দাঁত ব্রাশিং, বেশি মিষ্টি খাবার এবং অতিরিক্ত চাপ ও ব্যথার কারণ হতে পারে।
দাঁতে ব্যথার কারণ:
দাঁতের ক্ষয়: দাঁতে গর্ত হওয়া, যা গভীর হলে ব্যথা সৃষ্টি করে।
মাড়ির রোগ: মাড়ি ফুলে যাওয়া বা ইনফেকশন।
দাঁতের শিকড়ে সংক্রমণ: শিকড়ে ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ।
সেনসিটিভিটি: গরম বা ঠান্ডা খাবারে দাঁত সেনসিটিভ হয়ে ব্যথা করা।
ক্র্যাকড টুথ: দাঁত ফাটলে বা চিড় ধরলে।
আঙুলের চাপ: রাতে দাঁত চেপে ধরে ঘষা।
অপর্যাপ্ত ব্রাশিং: পরিষ্কার না রাখায় জীবাণু জমা।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: বেশি মিষ্টি বা অ্যাসিডিক খাবার।
মাড়িতে আঘাত: শক্ত কিছু খেতে গিয়ে মাড়ি ক্ষতিগ্রস্ত হলে।
দাঁতে ব্যথার প্রতিকার
হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি: ব্যথা কমায় এবং ইনফেকশন দূর করে।
ডেন্টাল ফ্লস: দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যাংশ পরিষ্কার করা।
রসুন পেস্ট: রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় ব্যথা কমায়।
মাড়ির জন্য অ্যান্টিসেপটিক জেল: বিশেষত মাড়ির ইনফেকশনে।
দাঁতের মাজনের পরিবর্তন: সেনসিটিভ দাঁতের জন্য বিশেষ পেস্ট ব্যবহার।
পুষ্টিকর খাদ্যাভ্যাস: ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার।
দাঁতের ব্রাশ: নরম ব্রাশ ব্যবহার করা।
রুট ক্যানাল থেরাপি: যদি সমস্যা গভীর হয়, ডেন্টিস্টের সাহায্য নেওয়া।
দুই মাস বয়সী ছেলেকে নিয়ে ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক ব্যক্তি। জলবসন্তে (চিকেনপক্স) আক্রান্ত ছেলেকে হাসপাতালে ভর্তি করান ৯ এপ্রিল। সংক্রামক এ রোগ শিশুটির শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি করেছে। এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেক্যাম্পিউটেড টোমোগ্রাফি। এই খটমটে নামে না চিনলেও ‘সিটি স্ক্যান’ বললে সহজে চিনে ফেলি আমরা। চিকিৎসাক্ষেত্রে রোগ শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। অনেক সময় জীবন রক্ষাকারী প্রযুক্তি হিসেবে কাজ করে এটি। সাধারণত রোগনির্ণয়ে বা কোনো দুর্ঘটনার শিকার হলে কতটা ক্ষতি হয়েছে...
২ দিন আগেখুবই কমদামি দুটি ওষুধের সমন্বিত ব্যবহার প্রতিরোধ করতে পারে হাজার হাজার স্ট্রোক ও হৃদ্রোগ। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ ও সুইডিশ একদল গবেষক। তাঁরা বলেছেন, দুটি সস্তা ওষুধ একসঙ্গে ব্যবহার করলে হাজার হাজার হৃদ্রোগ বা স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে এবং বহু মানুষের জীবন...
২ দিন আগেপেটের ফ্লু, যাকে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসও বলা হয়, এটি পেটের এক ধরনের সংক্রমণ। এই সমস্যায় বমি ভাব, ডায়রিয়া, পেটব্যথা এবং ক্র্যাম্পের (পেটে মোচড় দেওয়া) মতো লক্ষণ দেখা যায়। এটি সাধারণত ভাইরাস সংক্রমণের কারণে হয়। সাধারণত বেশির ভাগ পেটের ফ্লু–এর জন্য দায়ী নরোভাইরাস।
২ দিন আগে