নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অতিরিক্ত ঘাম স্বাভাবিক নয়। বিভিন্ন কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে। এটি দূর করতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে ঘামের অস্বস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিষয় মানতে পারেন।
নিয়মিত স্নান
নিয়মিত স্নান করলে শরীরে ব্যাকটেরিয়া জমতে পারে না। স্নানের পর শরীর শুকনো করে মুছে নিন; বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে, হাঁটুর ভাঁজে ও হাতের কনুইয়ের ভাঁজে ভালোভাবে মুছে নিতে হবে।
সঠিক জুতো ও মোজা
প্রাকৃতিক উপকরণ, যেমন চামড়ার জুতো পরলে পা সহজে ঘামে না। মোজা পরতে হলে বেছে নিন সুতির মোজা। সিনথেটিক মোজায় পা ঘেমে যায় আর মোজাও দুর্গন্ধ ছড়ায়। অফিসে গেলে এক জোড়া বাড়তি মোজা সঙ্গে রাখুন, যাতে প্রয়োজনে পাল্টে নেওয়া যায়।
খালি পায়ে হাঁটুন
বাসায় থাকলে মেঝেতে খালি পায়ে হাঁটুন। অফিসে মাঝে মাঝে জুতো খুলে রেখে পায়ে বাতাস লাগতে দিন। ঘাম শুকিয়ে যাবে। আরাম বোধ হবে।
আরামদায়ক কাপড়
যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের সুতির নরম কাপড় পরা উচিত। এসব কাপড় পরলে বাতাস সহজে শরীরে লাগে বলে ঘাম দ্রুত শুকিয়ে যায়। অফিসে, ব্যায়াম করার সময়, রান্নার সময় ও রাতে ঘুমাতে গেলে সুতির ঢিলেঢালা পোশাক পরলে আরাম পাওয়া যাবে।
স্ট্রেস কমান
প্রচণ্ড স্ট্রেস থেকে প্রচুর ঘাম হতে পারে। স্ট্রেস কমাতে যোগব্যায়াম ও মেডিটেশন করলে উপকার পাওয়া যায়। এগুলো স্ট্রেস নিয়ন্ত্রণ করে, ফলে ঘাম কম হয়।
প্রচুর পানি পান
যাঁরা প্রচুর ঘামেন, তাঁদের উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। কারণ ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি পান না করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে।
সূত্র: মেয়ো ক্লিনিক অবলম্বনে
ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অতিরিক্ত ঘাম স্বাভাবিক নয়। বিভিন্ন কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে। এটি দূর করতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে ঘামের অস্বস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিষয় মানতে পারেন।
নিয়মিত স্নান
নিয়মিত স্নান করলে শরীরে ব্যাকটেরিয়া জমতে পারে না। স্নানের পর শরীর শুকনো করে মুছে নিন; বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে, হাঁটুর ভাঁজে ও হাতের কনুইয়ের ভাঁজে ভালোভাবে মুছে নিতে হবে।
সঠিক জুতো ও মোজা
প্রাকৃতিক উপকরণ, যেমন চামড়ার জুতো পরলে পা সহজে ঘামে না। মোজা পরতে হলে বেছে নিন সুতির মোজা। সিনথেটিক মোজায় পা ঘেমে যায় আর মোজাও দুর্গন্ধ ছড়ায়। অফিসে গেলে এক জোড়া বাড়তি মোজা সঙ্গে রাখুন, যাতে প্রয়োজনে পাল্টে নেওয়া যায়।
খালি পায়ে হাঁটুন
বাসায় থাকলে মেঝেতে খালি পায়ে হাঁটুন। অফিসে মাঝে মাঝে জুতো খুলে রেখে পায়ে বাতাস লাগতে দিন। ঘাম শুকিয়ে যাবে। আরাম বোধ হবে।
আরামদায়ক কাপড়
যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের সুতির নরম কাপড় পরা উচিত। এসব কাপড় পরলে বাতাস সহজে শরীরে লাগে বলে ঘাম দ্রুত শুকিয়ে যায়। অফিসে, ব্যায়াম করার সময়, রান্নার সময় ও রাতে ঘুমাতে গেলে সুতির ঢিলেঢালা পোশাক পরলে আরাম পাওয়া যাবে।
স্ট্রেস কমান
প্রচণ্ড স্ট্রেস থেকে প্রচুর ঘাম হতে পারে। স্ট্রেস কমাতে যোগব্যায়াম ও মেডিটেশন করলে উপকার পাওয়া যায়। এগুলো স্ট্রেস নিয়ন্ত্রণ করে, ফলে ঘাম কম হয়।
প্রচুর পানি পান
যাঁরা প্রচুর ঘামেন, তাঁদের উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। কারণ ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি পান না করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে।
সূত্র: মেয়ো ক্লিনিক অবলম্বনে
উন্নত দেশগুলো, এমনকি উন্নয়নশীল দেশগুলোতেও টাইফয়েড এখন খুব কম দেখা যায়। কিন্তু প্রাচীন এই রোগের ফলে আধুনিক বিশ্ব তো বটেই, দুনিয়াজুড়ে বেশ বিপজ্জনক হয়ে উঠছে আবারও। হাজার বছর ধরে মানুষের প্রাণ হন্তারক হিসেবে ‘খুনির’ কাজ করে এসেছে এর জীবাণু। সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে, টাইফয়েডের জন্য দায়ী
২ দিন আগেআমাদের অনেকের প্রায় অনেক সময় নাক খোঁটানোর অভ্যাস আছে। আপাতদৃষ্টে বিষয়টি খুব সাধারণ মনে হলেও গবেষকেরা বলছেন, নাক খোঁটানোর বিষয়টি মোটেও নিরাপদ নয়। ২০২২ সালে বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় নাক খোঁটার সঙ্গে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকির ক্ষীণ কিন্তু সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়েছে।
৩ দিন আগেদীর্ঘদিন ধরে নারীদেহের এক প্রত্যঙ্গকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করা হতো। তবে নতুন এক গবেষণায় জানা যায়, এই প্রত্যঙ্গটিই নারীর ডিম্বাশয়ের বিকাশ ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩ দিন আগেনানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
৫ দিন আগে