মানসিক বিকারগ্রস্ত হতে পারেন করোনায় আক্রান্ত গুরুতর রোগী। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি ১৫০ জন গুরুতর রোগীর ওপর এ নিয়ে পরীক্ষা করা হয়েছে। যেখানে দেখা গেছে ৭৩ শতাংশ মানুষই ডেলিরিয়ামে ভুগছে।
ডেলিরিয়াম হলো মস্তিষ্কের ক্রিয়ার হঠাৎ অবক্ষয় যা মানসিক কর্মহীনতা সৃষ্টি করে। ডেলিরিয়ামের অবস্থায়, একজন ব্যক্তি দ্রুত মানসিক অবস্থার পরিবর্তন অনুভব করেন। এটিকে তীব্র বিভ্রান্তিকর অবস্থাও বলা হয়।
মার্কিন গবেষক দলের এই গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী বিএমজে ওপেনে প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, করোনায় আক্রান্ত গুরুতর রোগীরা ডেলিরিয়ামের পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন এবং অন্যান্য জটিল রোগে ভোগার সম্ভাবনা বেশি থাকে।
এ নিয়ে গবেষক দলের সদস্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের সহকারী অধ্যাপক ফিলিপ ভ্লিসাইডস বলেন, কোভিড আরও অনেক প্রতিকূল ফলাফলের সঙ্গে যুক্ত যা রোগীদের দীর্ঘসময় হাসপাতালে রাখে এবং পুনরুদ্ধারকে কঠিন করে তোলে
গবেষকেরা ২০২০ সালের মার্চ এবং মে মাসে নিবিড় পরিচর্যা ইউনিট(আইসিইউ) ভর্তি করোনায় আক্রান্ত রোগীদের ওপর গবেষণা করা হয়। গবেষণায় বলা হয়, করোনা মস্তিষ্কের অক্সিজেন কমিয়ে দেয়। পাশাপাশি রক্ত জমাট এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
এ ছাড়া ডেলিরিয়ামে ভোগা করোনা রোগীদের মস্তিষ্কের প্রদাহে ভোগে। এ জন্যই ডেলিরিয়ামে ভোগা করোনা রোগীরা দ্বিধা এবং অশান্তিতে ভোগে।
এ নিয়ে ফিলিপ ভ্লিসাইডস বলেন, করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির শুরুর দিকে আমরা যেমনভাবে ডেলিরিয়াম প্রতিরোধ প্রটোকল সাধারণভাবে ব্যবহার করা হয় তা পারছিলাম না। কারণ সেটি ছিল বৈশ্বিক মহামারির শুরুর দিক। ওই সময় আমাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সীমিত ছিল এবং আমরা কোভিড করোনা সংক্রমণ সীমিত করার চেষ্টা করছিলাম।
গবেষণায় আরও দেখা যায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও গুরুতর করোনা রোগীদের মস্তিষ্কে দুর্বলতা থাকে।
ফিলিপ ভ্লিসাইডস বলেন বলেন, পুরো গবেষণা থেকে বুঝতে পেরেছি কেন করোনার গুরুতর অসুস্থতা ঠেকানো জরুরি এবং কেন টিকা গুরুত্বপূর্ণ। করোনা দীর্ঘমেয়াদি স্নায়বিক জটিলতা তৈরি করে যা নিয়ে আমাদের যেমন আলোচনা করা দরকার আমরা তা করি না।
মানসিক বিকারগ্রস্ত হতে পারেন করোনায় আক্রান্ত গুরুতর রোগী। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি ১৫০ জন গুরুতর রোগীর ওপর এ নিয়ে পরীক্ষা করা হয়েছে। যেখানে দেখা গেছে ৭৩ শতাংশ মানুষই ডেলিরিয়ামে ভুগছে।
ডেলিরিয়াম হলো মস্তিষ্কের ক্রিয়ার হঠাৎ অবক্ষয় যা মানসিক কর্মহীনতা সৃষ্টি করে। ডেলিরিয়ামের অবস্থায়, একজন ব্যক্তি দ্রুত মানসিক অবস্থার পরিবর্তন অনুভব করেন। এটিকে তীব্র বিভ্রান্তিকর অবস্থাও বলা হয়।
মার্কিন গবেষক দলের এই গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী বিএমজে ওপেনে প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, করোনায় আক্রান্ত গুরুতর রোগীরা ডেলিরিয়ামের পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন এবং অন্যান্য জটিল রোগে ভোগার সম্ভাবনা বেশি থাকে।
এ নিয়ে গবেষক দলের সদস্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের সহকারী অধ্যাপক ফিলিপ ভ্লিসাইডস বলেন, কোভিড আরও অনেক প্রতিকূল ফলাফলের সঙ্গে যুক্ত যা রোগীদের দীর্ঘসময় হাসপাতালে রাখে এবং পুনরুদ্ধারকে কঠিন করে তোলে
গবেষকেরা ২০২০ সালের মার্চ এবং মে মাসে নিবিড় পরিচর্যা ইউনিট(আইসিইউ) ভর্তি করোনায় আক্রান্ত রোগীদের ওপর গবেষণা করা হয়। গবেষণায় বলা হয়, করোনা মস্তিষ্কের অক্সিজেন কমিয়ে দেয়। পাশাপাশি রক্ত জমাট এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
এ ছাড়া ডেলিরিয়ামে ভোগা করোনা রোগীদের মস্তিষ্কের প্রদাহে ভোগে। এ জন্যই ডেলিরিয়ামে ভোগা করোনা রোগীরা দ্বিধা এবং অশান্তিতে ভোগে।
এ নিয়ে ফিলিপ ভ্লিসাইডস বলেন, করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির শুরুর দিকে আমরা যেমনভাবে ডেলিরিয়াম প্রতিরোধ প্রটোকল সাধারণভাবে ব্যবহার করা হয় তা পারছিলাম না। কারণ সেটি ছিল বৈশ্বিক মহামারির শুরুর দিক। ওই সময় আমাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সীমিত ছিল এবং আমরা কোভিড করোনা সংক্রমণ সীমিত করার চেষ্টা করছিলাম।
গবেষণায় আরও দেখা যায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও গুরুতর করোনা রোগীদের মস্তিষ্কে দুর্বলতা থাকে।
ফিলিপ ভ্লিসাইডস বলেন বলেন, পুরো গবেষণা থেকে বুঝতে পেরেছি কেন করোনার গুরুতর অসুস্থতা ঠেকানো জরুরি এবং কেন টিকা গুরুত্বপূর্ণ। করোনা দীর্ঘমেয়াদি স্নায়বিক জটিলতা তৈরি করে যা নিয়ে আমাদের যেমন আলোচনা করা দরকার আমরা তা করি না।
প্রিয়জনকে হারানোর মতো মানসিক ধাক্কা বা বড় কোনো দুঃসংবাদ পাওয়ার পর অনেকেই বুক ধড়ফড়ানি ও শ্বাসকষ্টে ভোগেন। চিকিৎসাবিজ্ঞানে এটি ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ বা টাকোৎসুবো কার্ডিওমায়োপ্যাথি নামে পরিচিত।
২১ ঘণ্টা আগেযুগ পাল্টেছে, বদলেছে আমাদের চারপাশের সবকিছু—বাড়ি হয়েছে বিশাল, টিভির পর্দা হয়েছে চওড়া, গাড়ি হয়েছে ভারী। তবে এই ‘বড়’ হওয়ার হাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে খাবারের পরিমাণ এবং আমাদের কোমরের মাপও।
২ দিন আগেশুঁটকির নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
২ দিন আগেসহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতির হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্তের পরেও ৩৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের (বিসিএস) দেড় হাজারের অধিক চিকিৎসককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘোষিত সুপারনিউমারারি পদোন্নতিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
৩ দিন আগে