Ajker Patrika

এই ভুলগুলো ভুলেও নয়

ডা. আমির হোসেন
এই ভুলগুলো ভুলেও নয়

খাওয়ার আগে ওষুধ
চিকিৎসকেরা অনেক সময় কোনো কোনো ওষুধ খাওয়ার আগে খেতে বলেন। খাওয়ার ৩০ মিনিট আগে ওষুধ খাওয়া হচ্ছে সঠিক নিয়ম। কিন্তু বেশির ভাগ সময়ই আমরা খাওয়ার দুই-তিন মিনিট আগে ওষুধ খেয়ে থাকি। এটা খুব ভুল একটি কাজ। কেননা এতে করে ওষুধের কার্যকারিতা কমে যায়।

খাওয়ার পর ওষুধ
আমরা বেশি ভুল করি খাওয়ার পর ওষুধ খাওয়ার ব্যাপারে। ভুলে যাওয়ার ভয়ে আমরা অনেকেই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিই। অনেকে আবার ওষুধ খেতে ভুলে যান বলে যখন মনে পড়ে তখনই খেয়ে নেন। ওষুধ খাওয়ার সঠিক সময় হচ্ছে, খাওয়ার শেষের পাঁচ থেকে দশ মিনিট পর। এতে ওষুধ সবচেয়ে ভালো কাজ করে আর পার্শ্বপ্রতিক্রিয়াও কম হয়।

কোর্স সম্পূর্ণ না করা
আমরা অনেকেই একটু সুস্থ হলেই পুরোপুরি সেরে ওঠার আগে ওষুধের কোর্স সম্পূর্ণ করি না। সঠিক নিয়ম হলো, সুস্থ বোধ করলেও প্রেসক্রিপশন মেনে চিকিৎসকের দেওয়া ডোজ অনুযায়ী ওষুধের কোর্স শেষ করা। শরীরের জীবাণু দুর্বল হয়ে পড়লে আমরা সুস্থ বোধ করে থাকি। কিন্তু জীবাণু সম্পূর্ণ নির্মূল করতে ওষুধের কোর্স শেষ করা প্রয়োজন। না হলে একই উপসর্গ ফিরে আসবে বারবার শক্তিশালী হয়ে এবং প্রতিরোধক্ষমতা কমে যাবে।

ভিটামিন সাপ্লিমেন্ট
শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য ওষুধের সঙ্গে চিকিৎসক আমাদের ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। ভিটামিন সাপ্লিমেন্ট সব সময় খাওয়ার পর খাওয়া ভালো। খালি পেটে কখনো ভিটামিন খাওয়া উচিত নয়। এতে ভিটামিন শরীরে শোষিত না হয়ে প্রস্রাবের সঙ্গে শরীরের বাইরে বেরিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত