শায়লা শারমিন
শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অন্যতম ভিটামিন ‘ডি’। বর্তমান সময়ে প্রমাণিত, নানা শারীরিক সমস্যার পেছনে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে শরীরে ভিটামিনের ঘাটতি। ভিটামিন ‘ডি’ হাড় ও দাঁতের গঠনের জন্য খুবই দরকারি। এর অভাবে শিশুদের রিকেট রোগ হওয়ার পাশাপাশি বড়দের অস্টিওপোরোসিস বা হাড় পাতলা হওয়ার আশঙ্কা বাড়ে। অথচ এই গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস রোদ। প্রতিদিন নির্দিষ্ট সময় রোদে থাকলে ভিটামিন ‘ডি’র অভাব দূর হয়।
কখন রোদে থাকবেন
প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে ১৫ থেকে ৩০ মিনিট অবশ্যই রোদে থাকা বা রোদের তাপ শরীরে লাগানো নিশ্চিত করুন। যতটা সম্ভব স্বল্প কাপড় পরিধান করে এবং সানস্ক্রিন না মেখে রোদে দাঁড়িয়ে থাকুন, যাতে সূর্যের আলোকরশ্মি সরাসরি চামড়ায় পড়ে। সূর্যের আলো শরীরে ভিটামিন ‘ডি’ তৈরি করে। এই ভিটামিন শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।
ঘাটতি পূরণে
» শরীরে নিয়মিত রোদ লাগান।
» সামুদ্রিক মাছ খেতে হবে। সামুদ্রিক তৈলাক্ত মাছ থেকে প্রতিদিনের ভিটামিন ‘ডি’র চাহিদা পূরণ করা যায়।
» চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট খেতে পারেন শরীরে ভিটামিন ‘ডি’ ঘাটতি হলে।
ভিটামিন ‘ডি’ যেসব কাজ করে
রক্তের চাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ভিটামিন ‘ডি’। এটি হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল অ্যাকটিভিটি নিয়মিত রাখে। হাড়, মাংস, জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে এবং ত্বকের ক্যানসার, কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, কিডনি ক্যানসারের প্রবণতা কমায় এই ভিটামিন। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ, অ্যাজমা বা শ্বাসকষ্ট কমানো ভিটামিন ‘ডি’র গুরুত্বপূর্ণ কাজ। ফলে শরীরে এই ভিটামিনের মাত্রা ঠিক রাখা জরুরি।
ভিটামিন ‘ডি’ ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা
» হাড় ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যাওয়া।
» পেশিতে যন্ত্রণা বা ব্যথা হওয়া।
» ক্লান্তিবোধ ও মানসিক অবসাদ।
» সারাক্ষণ অসুস্থতা বোধ হওয়া।
» প্রচুর চুল পড়া।
» ঘা শুকাতে অনেক বেশি সময় লাগা।
» ওজন না কমা।
লেখক: সিনিয়র নিউট্রিশনিস্ট, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা
শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অন্যতম ভিটামিন ‘ডি’। বর্তমান সময়ে প্রমাণিত, নানা শারীরিক সমস্যার পেছনে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে শরীরে ভিটামিনের ঘাটতি। ভিটামিন ‘ডি’ হাড় ও দাঁতের গঠনের জন্য খুবই দরকারি। এর অভাবে শিশুদের রিকেট রোগ হওয়ার পাশাপাশি বড়দের অস্টিওপোরোসিস বা হাড় পাতলা হওয়ার আশঙ্কা বাড়ে। অথচ এই গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস রোদ। প্রতিদিন নির্দিষ্ট সময় রোদে থাকলে ভিটামিন ‘ডি’র অভাব দূর হয়।
কখন রোদে থাকবেন
প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে ১৫ থেকে ৩০ মিনিট অবশ্যই রোদে থাকা বা রোদের তাপ শরীরে লাগানো নিশ্চিত করুন। যতটা সম্ভব স্বল্প কাপড় পরিধান করে এবং সানস্ক্রিন না মেখে রোদে দাঁড়িয়ে থাকুন, যাতে সূর্যের আলোকরশ্মি সরাসরি চামড়ায় পড়ে। সূর্যের আলো শরীরে ভিটামিন ‘ডি’ তৈরি করে। এই ভিটামিন শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।
ঘাটতি পূরণে
» শরীরে নিয়মিত রোদ লাগান।
» সামুদ্রিক মাছ খেতে হবে। সামুদ্রিক তৈলাক্ত মাছ থেকে প্রতিদিনের ভিটামিন ‘ডি’র চাহিদা পূরণ করা যায়।
» চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট খেতে পারেন শরীরে ভিটামিন ‘ডি’ ঘাটতি হলে।
ভিটামিন ‘ডি’ যেসব কাজ করে
রক্তের চাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ভিটামিন ‘ডি’। এটি হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল অ্যাকটিভিটি নিয়মিত রাখে। হাড়, মাংস, জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে এবং ত্বকের ক্যানসার, কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, কিডনি ক্যানসারের প্রবণতা কমায় এই ভিটামিন। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ, অ্যাজমা বা শ্বাসকষ্ট কমানো ভিটামিন ‘ডি’র গুরুত্বপূর্ণ কাজ। ফলে শরীরে এই ভিটামিনের মাত্রা ঠিক রাখা জরুরি।
ভিটামিন ‘ডি’ ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা
» হাড় ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যাওয়া।
» পেশিতে যন্ত্রণা বা ব্যথা হওয়া।
» ক্লান্তিবোধ ও মানসিক অবসাদ।
» সারাক্ষণ অসুস্থতা বোধ হওয়া।
» প্রচুর চুল পড়া।
» ঘা শুকাতে অনেক বেশি সময় লাগা।
» ওজন না কমা।
লেখক: সিনিয়র নিউট্রিশনিস্ট, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা
ক্যানসারের টিকা নিয়ে সুখবর দিচ্ছে রাশিয়া। দেশটির গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, তারা চলতি বছরের গ্রীষ্মে ক্যানসারের টিকার অনুমোদন পাবে। আগামী সেপ্টেম্বরে এই টিকা রোগীদের দেওয়া শুরু হতে পারে।
৩ দিন আগেস্বাস্থ্যসেবাকে জনমুখী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দিতে গঠিত সংস্কার কমিশন ওষুধের প্রাপ্যতা, চিকিৎসা শিক্ষার মান ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কমিশন ফেব্রুয়ারির মাঝামাঝি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।
৫ দিন আগেশিশুদের কানে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে কানের সংক্রমণ বেশি হতে দেখা যায়। তিন বছরের কম বয়সী শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকে।
৭ দিন আগেদিন দিন ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এর চিকিৎসাপদ্ধতি এবং ওষুধ সহজলভ্য করার বিভিন্ন গবেষণা। এবার স্কটল্যান্ডের গবেষকেরা তৈরি করেছেন একটি বিশেষ এআই টুল। এটি চোখ পরীক্ষার মাধ্যমে ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে সাহায্য করবে।
৭ দিন আগে