ফ্যাক্টচেক ডেস্ক
শরতের শুরু থেকেই সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে আজ দেশের ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তাসহ সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে ফেসবুকে দুটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে নোয়াখালী। বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে...।’
তবে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে জানিয়েছেন, ‘নোয়াখালী জেলা শহরের বর্তমান পরিস্থিতি বন্যা নয়, এটি জলাবদ্ধতা। কারণ হচ্ছে, বিগত এক মাসে প্রায় ১ হাজার ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালী জেলায়। গত ২ আগস্ট রেকর্ড ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। এই বিপুল পরিমাণ বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা তৈরি হয়ে প্লাবিত হয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে এই পরিস্থিতির উন্নতি হবে আশা করা যায়।’
এদিকে ভাইরাল ছবি দুটি যাচাই করে দেখা যায়, ছবি দুটি নোয়াখালীর নয়।
ছবি যাচাই ১: ভারতের আসামের বন্যার পুরোনো ছবিকে নোয়াখালীর দাবিতে প্রচার
ফেসবুকে ভাইরাল ছবি দুটির একটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২০ সালে এক প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। ওই বছরের ২৯ জুনে রয়টার্সের সূত্রে প্রকাশিত ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, বন্যার পানিতে আংশিক নিমজ্জিত বাড়ির ছবিটি আসামের বন্যাকবলিত মায়ং গ্রামের। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২০ সালের ওই সময় পর্যন্ত আসামের ২৫টি জেলা বন্যায় প্লাবিত হয় এবং প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দী হয়।
ছবি যাচাই ২: সিলেটের কোম্পানিগঞ্জের বন্যার পুরোনো ছবিকে নোয়াখালীর দাবিতে প্রচার
বন্যার পানিতে নিমজ্জিত বসতবাড়ি ও দালানের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোগ্রাফির ওয়েবসাইট গেটি ইমেজে পাওয়া যায়। ছবিটির বিবরণ থেকে জানা যায়, এটি চলতি বছরের ২০ জুন সিলেটের কোম্পানিগঞ্জের বন্যা কবলিত এলাকা থেকে তোলা। ছবিটি তুলেছেন বার্তা সংস্থা এএফপির চিত্রগ্রাহক মুনির উজ জামান।
শরতের শুরু থেকেই সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে আজ দেশের ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তাসহ সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে ফেসবুকে দুটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে নোয়াখালী। বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে...।’
তবে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে জানিয়েছেন, ‘নোয়াখালী জেলা শহরের বর্তমান পরিস্থিতি বন্যা নয়, এটি জলাবদ্ধতা। কারণ হচ্ছে, বিগত এক মাসে প্রায় ১ হাজার ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালী জেলায়। গত ২ আগস্ট রেকর্ড ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। এই বিপুল পরিমাণ বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা তৈরি হয়ে প্লাবিত হয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে এই পরিস্থিতির উন্নতি হবে আশা করা যায়।’
এদিকে ভাইরাল ছবি দুটি যাচাই করে দেখা যায়, ছবি দুটি নোয়াখালীর নয়।
ছবি যাচাই ১: ভারতের আসামের বন্যার পুরোনো ছবিকে নোয়াখালীর দাবিতে প্রচার
ফেসবুকে ভাইরাল ছবি দুটির একটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২০ সালে এক প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। ওই বছরের ২৯ জুনে রয়টার্সের সূত্রে প্রকাশিত ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, বন্যার পানিতে আংশিক নিমজ্জিত বাড়ির ছবিটি আসামের বন্যাকবলিত মায়ং গ্রামের। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২০ সালের ওই সময় পর্যন্ত আসামের ২৫টি জেলা বন্যায় প্লাবিত হয় এবং প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দী হয়।
ছবি যাচাই ২: সিলেটের কোম্পানিগঞ্জের বন্যার পুরোনো ছবিকে নোয়াখালীর দাবিতে প্রচার
বন্যার পানিতে নিমজ্জিত বসতবাড়ি ও দালানের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোগ্রাফির ওয়েবসাইট গেটি ইমেজে পাওয়া যায়। ছবিটির বিবরণ থেকে জানা যায়, এটি চলতি বছরের ২০ জুন সিলেটের কোম্পানিগঞ্জের বন্যা কবলিত এলাকা থেকে তোলা। ছবিটি তুলেছেন বার্তা সংস্থা এএফপির চিত্রগ্রাহক মুনির উজ জামান।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৯ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫