ফ্যাক্টচেক ডেস্ক
‘ভূমি আইন’ শিরোনামে নতুন একটি আইন সম্প্রতি পাস হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। এবিষয়ে এক লিফলেটে লেখা আছে, ‘ভূমি আইন পাস হয়েছে এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি প্রচারিত ওই লিফলেটসহ এমন একটি ভিডিও আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত ৩৩ হাজার বারের বেশি দেখা হয়েছে। ফেসবুকেও বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তথ্যটি প্রচার হতে দেখা গেছে।
ভূমি আইন পাস হওয়া এবং তা ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
দাবিটির সত্যতা যাচাইয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ভূমি মন্ত্রণালয় কর্তৃক পাসকৃত সর্বশেষ আইন হলো ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩।’ এটি গত বছরের ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয়, ১৮ সেপ্টেম্বর আইনটির গেজেট প্রকাশ হয়।
২০২৩ সালে পাসকৃত অন্যান্য আইনের মধ্যে ভূমি সংস্কার আইন, ২০২৩, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩। ওয়েবসাইটটি খুঁজে তাতে উল্লিখিত আইনগুলোতে ‘ভূমি আইন’ নামে কিছু খুঁজে পাওয়া যায়নি।
এর আগে একই বছরের ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ সংসদে পাসের বিষয়ে উদ্যোগের কথা জানান। পরে সেপ্টেম্বরে সেটা পাস হয়।
ভূমি আইন নামে কোনো আইন পাস ও কার্যকর হয়েছে কি না জানতে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত লিফলেটটি ভুয়া। ভূমি আইন নামে কোনো আইন নেই।’
উপড়ের আলোচনা থেকে স্পষ্ট, ভূমি আইন পাস হওয়া এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এই নামে কোনো আইনই নেই।
‘ভূমি আইন’ শিরোনামে নতুন একটি আইন সম্প্রতি পাস হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। এবিষয়ে এক লিফলেটে লেখা আছে, ‘ভূমি আইন পাস হয়েছে এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি প্রচারিত ওই লিফলেটসহ এমন একটি ভিডিও আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত ৩৩ হাজার বারের বেশি দেখা হয়েছে। ফেসবুকেও বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তথ্যটি প্রচার হতে দেখা গেছে।
ভূমি আইন পাস হওয়া এবং তা ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
দাবিটির সত্যতা যাচাইয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ভূমি মন্ত্রণালয় কর্তৃক পাসকৃত সর্বশেষ আইন হলো ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩।’ এটি গত বছরের ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয়, ১৮ সেপ্টেম্বর আইনটির গেজেট প্রকাশ হয়।
২০২৩ সালে পাসকৃত অন্যান্য আইনের মধ্যে ভূমি সংস্কার আইন, ২০২৩, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩। ওয়েবসাইটটি খুঁজে তাতে উল্লিখিত আইনগুলোতে ‘ভূমি আইন’ নামে কিছু খুঁজে পাওয়া যায়নি।
এর আগে একই বছরের ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ সংসদে পাসের বিষয়ে উদ্যোগের কথা জানান। পরে সেপ্টেম্বরে সেটা পাস হয়।
ভূমি আইন নামে কোনো আইন পাস ও কার্যকর হয়েছে কি না জানতে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত লিফলেটটি ভুয়া। ভূমি আইন নামে কোনো আইন নেই।’
উপড়ের আলোচনা থেকে স্পষ্ট, ভূমি আইন পাস হওয়া এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এই নামে কোনো আইনই নেই।
এটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
৪ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগে