ফ্যাক্টচেক ডেস্ক
এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১২ মার্চ। সম্প্রতি এ পরীক্ষার ফলাফল নিয়ে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে গেছে। এখন কবে রেজাল্ট দিবে তা জানিয়ে দেওয়া হলো।
তিন দিন আগে ‘SSC_HSC News’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ৩ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। সেটি আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত ৯ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটির শুরুতেই একটি ছোট ক্লিপে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর হাতে কিছু ফাইল তুলে দিচ্ছেন, প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়ে আছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভিডিওটির ওপরে লেখা, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে।
এরপরেই জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ছবি দেখিয়ে বলা হয়, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে বেড়েছে। কিন্তু জিপিএ-৫ কমেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাস করেছে ৮৫ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল কী প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়েছে? পাশের হার কী ৮৫.৪৪ শতাংশ?
ভিডিও যাচাই:
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে সংবাদভিত্তিক টিভি চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়। চ্যানেলে ‘এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল হস্তান্তর’ শিরোনামে ভিডিওটি পোস্ট করা হয়েছিল ২০২৩ সালের ২৮ জুলাই। ভিডিওটির ২ মিনিট ২৬ সেকেন্ড সময়কালে দেখা যাওয়া দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
ওই সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বোর্ডটির ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে দেন। ওই দৃশ্যকেই ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে সম্প্রতি প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ওইদিনই অর্থাৎ ২৮ জুলাই, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল। বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সাধারণত যেদিন ফল প্রকাশ হয়, সেদিনই প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হয়।
প্রথম আলোর কথিত প্রতিবেদনটি যাচাই:
প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধানে দৈনিক প্রথম আলোসহ অন্য কোনো সংবাদ মাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ও পাসের হার নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বরং টিকটকের ভাইরাল ভিডিওটিতে দেখানো প্রথম আলোর কথিত প্রতিবেদনে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিবেদনে ফন্টের মিল পাওয়া যায়নি। কথিত প্রতিবেদনটিতে কোনো শিরোনামও নেই। এ ছাড়া প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিটির রিভার্স ইমেজ অনুসন্ধান চালিয়ে প্রথম আলোতে ২০২৩ সালে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়।
পরে দাবিটি প্রসঙ্গে অধিকতর নিশ্চিত হতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, ‘ফলাফল ঘোষণার আগে পাশের হার, জিপিএ ফাইভ নিয়ে এমন তথ্য প্রকাশের সুযোগ নেই। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি পেলেই তারিখ ঘোষণা করা হবে।’
অর্থাৎ পুরানো একাধিক ছবি, ভিডিও ও প্রথম আলোর লোগো ব্যবহার করে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে টিকটকের ভিডিওটিতে।
এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১২ মার্চ। সম্প্রতি এ পরীক্ষার ফলাফল নিয়ে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে গেছে। এখন কবে রেজাল্ট দিবে তা জানিয়ে দেওয়া হলো।
তিন দিন আগে ‘SSC_HSC News’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ৩ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। সেটি আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত ৯ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটির শুরুতেই একটি ছোট ক্লিপে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর হাতে কিছু ফাইল তুলে দিচ্ছেন, প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়ে আছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভিডিওটির ওপরে লেখা, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে।
এরপরেই জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ছবি দেখিয়ে বলা হয়, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে বেড়েছে। কিন্তু জিপিএ-৫ কমেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাস করেছে ৮৫ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল কী প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়েছে? পাশের হার কী ৮৫.৪৪ শতাংশ?
ভিডিও যাচাই:
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে সংবাদভিত্তিক টিভি চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়। চ্যানেলে ‘এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল হস্তান্তর’ শিরোনামে ভিডিওটি পোস্ট করা হয়েছিল ২০২৩ সালের ২৮ জুলাই। ভিডিওটির ২ মিনিট ২৬ সেকেন্ড সময়কালে দেখা যাওয়া দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
ওই সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বোর্ডটির ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে দেন। ওই দৃশ্যকেই ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে সম্প্রতি প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ওইদিনই অর্থাৎ ২৮ জুলাই, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল। বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সাধারণত যেদিন ফল প্রকাশ হয়, সেদিনই প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হয়।
প্রথম আলোর কথিত প্রতিবেদনটি যাচাই:
প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধানে দৈনিক প্রথম আলোসহ অন্য কোনো সংবাদ মাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ও পাসের হার নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বরং টিকটকের ভাইরাল ভিডিওটিতে দেখানো প্রথম আলোর কথিত প্রতিবেদনে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিবেদনে ফন্টের মিল পাওয়া যায়নি। কথিত প্রতিবেদনটিতে কোনো শিরোনামও নেই। এ ছাড়া প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিটির রিভার্স ইমেজ অনুসন্ধান চালিয়ে প্রথম আলোতে ২০২৩ সালে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়।
পরে দাবিটি প্রসঙ্গে অধিকতর নিশ্চিত হতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, ‘ফলাফল ঘোষণার আগে পাশের হার, জিপিএ ফাইভ নিয়ে এমন তথ্য প্রকাশের সুযোগ নেই। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি পেলেই তারিখ ঘোষণা করা হবে।’
অর্থাৎ পুরানো একাধিক ছবি, ভিডিও ও প্রথম আলোর লোগো ব্যবহার করে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে টিকটকের ভিডিওটিতে।
ভিডিওতে রাতের বেলা সাদা পাঞ্জাবি-টুপি পরা বিপুল সংখ্যক ব্যক্তিকে একটি প্যান্ডেল-মঞ্চের দিকে অগ্রসর হতে দেখা যায়। একপর্যায়ে তাদের মঞ্চে উঠে মেঝেতে আঘাত করতে এবং চেয়ার ভাঙচুর করতে দেখা যায়।
১৭ ঘণ্টা আগেপুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
১ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
২ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
৩ দিন আগে