ফ্যাক্টচেক ডেস্ক
বাংলাদেশের অভিনয় জগতে পরিচিত দুই মুখ মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন তাঁরা। গত বছর সংসারজীবনের ২০ বছরে পা দেন তাঁরা।
সম্প্রতি ফেসবুকে ‘মেয়েকে বিয়ে দিয়ে ইমোশনাল হয়ে গেল মোশাররফ করিম’—এমন ক্যাপশনে মোশাররফ করিমকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মোশাররফ করিম বিয়ের এক কনেকে সান্ত্বনা দিচ্ছেন, বিয়ের ওই কনে তাঁর বুকে মাথা রেখে কাঁদছেন। এ সময় আশপাশে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে।
‘One Click Photography’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হতে দেখা গেছে। গত বুধবার (১৭ এপ্রিল) পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এতে আজ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার রিয়েকশন পড়েছে, ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি বার।
ভিডিওটি শেয়ার হয়েছে ৫০০—এর বেশি এবং কমেন্ট পড়েছে প্রায় ১ হাজারের কাছাকাছি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ এটি নাটকের দৃশ্য বলে মন্তব্য করেছেন। আবার কেউ ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ভিডিওটিতে থাকা দাবিটির সত্যতা যাচাইয়ে ‘One Click Photography’ পেজটিতে দেওয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। একাধিকবার কল দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মোশাররফ করিম–জুঁই দম্পতির কোনো মেয়ে নেই, একটি ছেলে রয়েছে। ছেলের নাম রোবেন রায়ান করিম। সংসার জীবনের দুই দশক পূর্তি উপলক্ষে জুঁই ২০২৩ সালে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একমাত্র সন্তানের জন্য দোয়াও চেয়েছিলেন।
পরে ভাইরাল ভিডিওটিতে থাকা কনের পরিচয় সম্পর্কে জানতে মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি জানান, ভাইরাল ভিডিওটিতে থাকা কনেটি মোশাররফ করিমের ভাইয়ের মেয়ে। কোনো একটি পেজ অনুমতি ছাড়াই তাঁদের পারিবারিক অনুষ্ঠানের ছবি এমন ক্যাপশনে ফেসবুকে পোস্ট করে ভাইরাল করেছে।
বাংলাদেশের অভিনয় জগতে পরিচিত দুই মুখ মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন তাঁরা। গত বছর সংসারজীবনের ২০ বছরে পা দেন তাঁরা।
সম্প্রতি ফেসবুকে ‘মেয়েকে বিয়ে দিয়ে ইমোশনাল হয়ে গেল মোশাররফ করিম’—এমন ক্যাপশনে মোশাররফ করিমকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মোশাররফ করিম বিয়ের এক কনেকে সান্ত্বনা দিচ্ছেন, বিয়ের ওই কনে তাঁর বুকে মাথা রেখে কাঁদছেন। এ সময় আশপাশে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে।
‘One Click Photography’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হতে দেখা গেছে। গত বুধবার (১৭ এপ্রিল) পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এতে আজ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার রিয়েকশন পড়েছে, ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি বার।
ভিডিওটি শেয়ার হয়েছে ৫০০—এর বেশি এবং কমেন্ট পড়েছে প্রায় ১ হাজারের কাছাকাছি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ এটি নাটকের দৃশ্য বলে মন্তব্য করেছেন। আবার কেউ ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ভিডিওটিতে থাকা দাবিটির সত্যতা যাচাইয়ে ‘One Click Photography’ পেজটিতে দেওয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। একাধিকবার কল দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মোশাররফ করিম–জুঁই দম্পতির কোনো মেয়ে নেই, একটি ছেলে রয়েছে। ছেলের নাম রোবেন রায়ান করিম। সংসার জীবনের দুই দশক পূর্তি উপলক্ষে জুঁই ২০২৩ সালে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একমাত্র সন্তানের জন্য দোয়াও চেয়েছিলেন।
পরে ভাইরাল ভিডিওটিতে থাকা কনের পরিচয় সম্পর্কে জানতে মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি জানান, ভাইরাল ভিডিওটিতে থাকা কনেটি মোশাররফ করিমের ভাইয়ের মেয়ে। কোনো একটি পেজ অনুমতি ছাড়াই তাঁদের পারিবারিক অনুষ্ঠানের ছবি এমন ক্যাপশনে ফেসবুকে পোস্ট করে ভাইরাল করেছে।
পুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
১ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
২ দিন আগে‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তরবিরোধী শক্তি’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুলের ছবি ও ওই বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয়
২ দিন আগে