Ajker Patrika

ফ্যাক্টচেক /ইমরান খানের মৃত্যুর দাবিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ১১ মে ২০২৫, ২৩: ২৩
ইমরান খানের মৃত্যুর দাবিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত সংবাদ বিজ্ঞপ্তির এক্স পোস্ট। ছবি: স্ক্রিনশট
ইমরান খানের মৃত্যুর দাবিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত সংবাদ বিজ্ঞপ্তির এক্স পোস্ট। ছবি: স্ক্রিনশট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতিসহ একাধিক মামলায় দণ্ডিত হয়ে আদিয়ালা কারাগারের সাজাভোগ করছেন। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির দায়ে তাঁর ১৪ বছরের কারাদণ্ড হয়। এর আগে ২০২৩ সালের আগস্টে একাধিক মামলায় তাঁর কারাদণ্ড হয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০ মে উল্লেখ করা।

Amitabh Chaudhary নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে পোস্ট করা ছবিটি বেশি ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, ‘অফিসিয়াল নিশ্চিতকরণ। তারা ইমরান খানকে হত্যা করেছে। আইএসআই ও মুনির তাঁর জনপ্রিয়তায় ভয়ে ছিল। পাকিস্তানে এখন গৃহযুদ্ধ অনিবার্য।’ (ইংরেজি থেকে বাংলায় অনূদিত)

আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত এই পোস্ট ৪৯ হাজার মানুষ দেখেছে এবং ২৪৯টি রিঅ্যাকশন পড়েছে। এতে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ৪৭টি কমেন্ট করা হয়েছে এবং রিপোস্ট (শেয়ার) হয়েছে ১২৪ বার।

Himanshu ChoudharySanjay Balasubramaniyam নামের এক্স অ্যাকাউন্ট ও Sabka jammu kashmir sjk নামের ফেসবুক পেজ থেকে একই দাবিতে বিজ্ঞপ্তির ছবিটি পোস্ট করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত ভাইরাল বিজ্ঞপ্তির সত্যতা জানার জন্য আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ মন্ত্রণালয়টির বিজ্ঞপ্তির অপশনে গিয়ে খোঁজ নেয়। তবে এতে ১০ মে (গতকাল) তারিখে ইমরান খানের মৃত্যুর বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

পাশাপাশি যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাতে অসংগতিও পাওয়া গেছে। যেমন কথিত বিজ্ঞপ্তিটির তৃতীয় প্যারার শেষের দিকে একটি লাইনে ‘Isetively’ লেখা হয়েছে। ইংরেজি ভাষায় এর কোনো অর্থ নেই।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত ভাইরাল বিজ্ঞপ্তি। ছবি: স্ক্রিনশট
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত ভাইরাল বিজ্ঞপ্তি। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইমরান খানের জেলের ভেতরে মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক বিভাগের এক্স অ্যাকাউন্টে গতকাল শনিবার (১০ মে) এ বিষয়ে একটি পোস্ট (আর্কাইভ) পাওয়া যায়।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক বিভাগের এক্স অ্যাকাউন্টের পোস্ট। ছবি: স্ক্রিনশট
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক বিভাগের এক্স অ্যাকাউন্টের পোস্ট। ছবি: স্ক্রিনশট

এই পোস্ট থেকে জানা যায়, ইমরান খানের জেলের ভেতরে মারা যাওয়ার দাবিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া।

সুতরাং, জেলের ভেতরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মারা যাওয়ার দাবিটি সত্য নয়। একই দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত ভাইরাল বিজ্ঞপ্তিটিও ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত