Ajker Patrika

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবি কি সত্য

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৩: ০১
Thumbnail image

সম্প্রতি ভারতের টিভি চ্যানেল এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলের থাম্বনেইল ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে, পাকিস্তানিদের সঙ্গে বাংলাদেশি খেলোয়াড়দেরও আইপিএলে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

ফেসবুকে প্রচারিত পোস্ট যাচাই করে দেখা যায়, সুরজিৎ বর্মণ নামের ভারতের এক ফেসবুক পেজ থেকে ২১ নভেম্বর প্রকাশিত এমন এক পোস্ট শুক্রবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দুই হাজার বার শেয়ার হয়। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ৮০০ বার। কমেন্ট বক্সে অধিকাংশ নেটিজেনদের পোস্টটির সমর্থনে মন্তব্য করতে দেখা যায়। 

পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

এটি ছাড়াও ফেসবুকে আরও একাধিক ভারতীয় আইডি থেকে তথ্যটি প্রচার করতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবিতে প্রচারিত তথ্যের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। এবিপি আনন্দের ইউটিউব থাম্বনেইল এডিট করে বা কেটে ছেঁটে ভিত্তিহীন তথ্যটি প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত পোস্টগুলোর সূত্রে এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে খুঁজে এ সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং ফেসবুকে প্রচারিত থাম্বনেইলে ব্যবহৃত ফন্টের সঙ্গে এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলের থাম্বনেইলের পার্থক্য দেখা যায়। 

এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলের থাম্বনেইলে ব্যবহৃত ফন্ট। ছবি: ইউটিউব   ডিসপ্লে ট্যাগ: ফ্যাক্টচেক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইট, অফিশিয়াল এক্স হ্যান্ডল (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম, ফেসবুক ও থ্রেডসেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

স্বভাবতই এমন কোনো সিদ্ধান্ত বিসিসিআই নিয়ে থাকলে তার আনুষ্ঠানিক ঘোষণা থাকত। সেই ঘোষণা ভারতীয়সহ বাংলাদেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার হতো। প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধান করেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম বাংলা হান্টে গত ২২ নভেম্বর ‘পাকিস্তানের পর পরবর্তী IPL-এ নিষিদ্ধ বাংলাদেশের ক্রিকেটাররা! কে নিলো এমন সিদ্ধান্ত?’ শীর্ষক শিরোনামের প্রতিবেদন থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ করতে না দেওয়ার সুযোগ নিয়ে যে খবরটি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। আইপিএল গভর্নিং বডি এবং বিসিসিআই থেকে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ উড়ো খবর।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ২০০৮ সালে আইপিএল শুরুর পর সকল ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু তার পরের বছর থেকে মুম্বাইয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় না। 

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এ জয় নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে উদ্‌যাপন করতে দেখা যায়। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উদ্‌যাপনের প্রতিক্রিয়ায় ট্রল করছে ভারতীয়রা। 

সিদ্ধান্ত 
সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেল এবিপি আনন্দের ইউটিউব থাম্বনেইল জুড়ে দিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করার একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। এবিপি আনন্দের ইউটিউব থাম্বনেইল ব্যবহার করে এ দাবি প্রচার করা হলেও এই গণমাধ্যমটির কোথাও এমন খবর প্রকাশিত হয়নি। সুতরাং, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত