Ajker Patrika

কালোজিরায় করোনা প্রতিরোধ হবে?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ২৭
কালোজিরায় করোনা প্রতিরোধ হবে?

ফেসবুকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক ও বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে উদ্ধৃত করে করোনা মোকাবেলায় বিভিন্ন স্বাস্থ্যগত পরামর্শ ছড়ানো হচ্ছে। এছাড়া তার নামে পেজ ও আইডি খুলেও তাকে উদ্ধৃত করে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।

ওই পোস্টে লেখা হচ্ছে ‘করোনা প্রতিরোধে কালোজিরা কার্যকরী একটা জিনিস। প্রতিদিন সকাল বেলা উঠে এক চামচ মধুর সাথে কালোজিরা অনেক বেটার একটা কম্বিনেশন। এছাড়া কালোজিরা ভর্তা/ভাজি খাবারের সাথেও খেতে পারেন’ । পোস্টে আরও লেখা হচ্ছে, ‘ভাতে কোন ঘোড়ার আন্ডার পুষ্টিও নাই, উল্টা অতিরিক্ত ভাত খেলে আপনি মোটা হবেন। ভাত কম খেয়ে তরকারি এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে’।

ফ্যাক্ট চেক:

ফেসবুকে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে অনুসন্ধান করে একটি আইডি পাওয়া যায় যেখানে তিনি সর্বশেষ ছবি আপ করেছিলেন ২২ নভেম্বর ২০২০ তারিখে। সেই আইডির বন্ধু তালিকায় মাত্র ৪৮২ টি আইডি দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে খুব একটা সরব দেখা যায়নি। সেব্রিনা ফ্লোরার সেই ফেসবুক আইডিতে কোন পরামর্শ লিখে শেয়ার করতেও দেখা যায়নি।

সামাজিক মাধ্যমে তার নামে ছড়ানো বিভিন্ন পরামর্শের সাথে তার কোন সম্পৃক্ততা নেই এটা জানিয়ে এর আগে তিনি সংবাদমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিলেন।

করোনা প্রতিরোধে যেসব পরামর্শ দেয়া হচ্ছে সেগুলো সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে কোন নির্দেশনা দেখতে পাওয়া যায়নি।

আইডিসিআরের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুকের মাধ্যমে কখনও এ ধরনের প্রচার–প্রচারণা চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর বা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বহন করবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইডিসিআর এরই মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে।

এছাড়া গতবছরের এপ্রিল মাসেও ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নামে একই ধরণের ফেসবুক পোস্ট সর্বপ্রথম ভাইরাল হয়। তখন ফ্যাক্ট চেক ওয়েবসাইট বুম বাংলাদেশ সেটি যাচাই করে ডা. সেব্রিনার লেখা নয় বলে চিহ্নিত করে। 'এগুলো মীরজাদী সেব্রীনা ফ্লোরার পরামর্শ নয়' নামের সেই রিপোর্টটি ১৮ মে ২০২০ সালে প্রকাশিত হয়।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে আইইসিডিআরের পরিচালক হিসেবে প্রতিদিন গণমাধ্যমের সামনে ব্রিফিং করে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরতেন ডা. সেব্রিনা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত