Ajker Patrika

মোদির সাথে মামুনুল হকের ছবিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ৫২
মোদির সাথে মামুনুল হকের ছবিটি ভুয়া

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়ানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাশে পাঞ্জাবী ও টুপি পরিহিত দু'জন বসে আছেন। ছবির একজন হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ছবিটি বিভিন্ন প্রোফাইল থেকে পোস্ট করে ২০১৫ সালের বলে দাবি করা হচ্ছে।

ছবিটি ২০১৫ সালের বলে দাবী করা হচ্ছেযাচাই করে দেখা গেছে, নরেন্দ্র মোদির সাথে মাওলানা মামুনুল হকের এই ছবিটি এডিট করা।

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি ইসকন মন্দিরে 'বিশ্বের বৃহত্তম ভাগবত গীতা' উদ্বোধন করার জন্য খান মার্কেট মেট্রো স্টেশন থেকে মেট্রো ট্রেনে চড়ে অনুষ্ঠানের ভেন্যুতে পৌছান। এসময় মেট্রোতে অনেক যাত্রী তার সাথে কুশল বিনিময় করেন।

এরই মধ্যে বর্তমানে বাংলাদেশে ফেসবুকে ছড়ানো ছবিটির মূল ছবি ও ভিডিও ফুটেজও পাওয়া যায়। সে সময় ভারতের দ্যা কুইন্টে প্রকাশিত একটি ছবি এডিট করে অপ্রাসঙ্গিক শিরোনামে পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ভারতের দ্যা কুইন্টে প্রকাশিত খবরের স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত