ফ্যাক্টচেক ডেস্ক
২৯ এপ্রিল বিভিন্ন অনলাইন পোর্টালে ‘আপত্তিকর অবস্থায় আবাসিক হোটেলে আটক ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক হাজার শেয়ার হয় খবরটি। অনুসন্ধানে দেখা যায়, ‘মাফিয়া টিভি’ নামে একটি অনলাইন পোর্টালে সংবাদটি প্রথম প্রকাশ করা হয়। একই দিনে ওই পোর্টালে ‘জামিনে মুক্তি পেলেন ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা’ শিরোনামে আরও একটি খবর প্রকাশিত হয়।
ফ্যাক্টচেক
১. ফ্যাক্টচেক শুরু করার আগেই আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ যোগাযোগ করে সরাসরি মিথিলা ফারজানার সাথে। ৩০ এপ্রিল বেলা ১টা ৩৭ মিনিটে কথা হয় তাঁর সাথে। ফলে আগের দিন আটক হওয়ার খবর ভিত্তিহীন।
২. এর পর বেলা ১টা ৪৭ মিনিটে মিথিলা ফারজানা তাঁর ফেসবুক আইডিতে সেই মুচলেকা দেওয়ার ছবিটি পোস্ট করেন।
৩. সর্বপ্রথম খবরটি প্রকাশ করা অনলাইন পোর্টালটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নয়। পোর্টালের নাম মাফিয়া টিভি ডটকম হলেও ইউআরএলটি (1wwwbalerkontho.wordpress.com) সন্দেহজনক। এটি ওয়ার্ডপ্রেসের ফ্রি ডোমেইনে হোস্ট করা একটি ব্লগ। এর লোগো তৈরিতে কালের কণ্ঠ পত্রিকার লোগো অনুকরণ করা হয়েছে।
৪. খবরে প্রকাশিত কোলাজ ছবিটির দ্বিতীয়টি মিথিলা ফারজানার। তবে মুখঢাকা ছবিটি দিয়ে গুগল ইমেজ সার্চ করলে জাগো নিউজ২৪–এ ২০১৮ সালের ২৪ নভেম্বর ‘সৌদিতে যৌনদাসী ছিলাম’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
৫. খবরটিতে র্যাবের একটি সূত্রের কথা বললেও সেটি স্পষ্ট নয়। যেমন সংশ্লিষ্ট র্যাবের কোনো দপ্তর কিংবা কোনো দায়িত্বশীলের নাম খবরটিতে উল্লেখ করা হয়নি। সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, তিনি রাজধানীর বাড্ডা থেকে আটক হয়েছেন, আর তার স্বামী জিডি করেছেন মিরপুর থানায়।
সাংবাদিক মিথিলা ফারজানার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি রাজধানীর নিকেতন আবাসিক এলাকায় থাকেন, যা গুলশান থানার আওতাধীন।
জিডির তথ্যটি সত্য হলে জিডি হওয়া উচিত বাড্ডা কিংবা গুলশান থানায়, মিরপুর থানার সংশ্লিষ্টতা এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অর্থাৎ জিডির তথ্যটিও অসমাঞ্জস্যপূর্ণ।
৬. ৭১ টিভির সংবাদকর্মী মিথিলা ফারজানাকে ২৯ এপ্রিল (খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ার একদিন পর) টিভি চ্যানেলটিতে অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা গেছে।
ফলাফল
অর্থাৎ বিভ্রান্তিকর সূত্রের বরাত দিয়ে ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ছবি ব্যবহার করে সাংবাদিক মিথিলা ফারজানা আটক হওয়ার ভিত্তিহীন খবরটি ছড়ানো হয়েছে।
২৯ এপ্রিল বিভিন্ন অনলাইন পোর্টালে ‘আপত্তিকর অবস্থায় আবাসিক হোটেলে আটক ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক হাজার শেয়ার হয় খবরটি। অনুসন্ধানে দেখা যায়, ‘মাফিয়া টিভি’ নামে একটি অনলাইন পোর্টালে সংবাদটি প্রথম প্রকাশ করা হয়। একই দিনে ওই পোর্টালে ‘জামিনে মুক্তি পেলেন ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা’ শিরোনামে আরও একটি খবর প্রকাশিত হয়।
ফ্যাক্টচেক
১. ফ্যাক্টচেক শুরু করার আগেই আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ যোগাযোগ করে সরাসরি মিথিলা ফারজানার সাথে। ৩০ এপ্রিল বেলা ১টা ৩৭ মিনিটে কথা হয় তাঁর সাথে। ফলে আগের দিন আটক হওয়ার খবর ভিত্তিহীন।
২. এর পর বেলা ১টা ৪৭ মিনিটে মিথিলা ফারজানা তাঁর ফেসবুক আইডিতে সেই মুচলেকা দেওয়ার ছবিটি পোস্ট করেন।
৩. সর্বপ্রথম খবরটি প্রকাশ করা অনলাইন পোর্টালটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নয়। পোর্টালের নাম মাফিয়া টিভি ডটকম হলেও ইউআরএলটি (1wwwbalerkontho.wordpress.com) সন্দেহজনক। এটি ওয়ার্ডপ্রেসের ফ্রি ডোমেইনে হোস্ট করা একটি ব্লগ। এর লোগো তৈরিতে কালের কণ্ঠ পত্রিকার লোগো অনুকরণ করা হয়েছে।
৪. খবরে প্রকাশিত কোলাজ ছবিটির দ্বিতীয়টি মিথিলা ফারজানার। তবে মুখঢাকা ছবিটি দিয়ে গুগল ইমেজ সার্চ করলে জাগো নিউজ২৪–এ ২০১৮ সালের ২৪ নভেম্বর ‘সৌদিতে যৌনদাসী ছিলাম’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
৫. খবরটিতে র্যাবের একটি সূত্রের কথা বললেও সেটি স্পষ্ট নয়। যেমন সংশ্লিষ্ট র্যাবের কোনো দপ্তর কিংবা কোনো দায়িত্বশীলের নাম খবরটিতে উল্লেখ করা হয়নি। সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, তিনি রাজধানীর বাড্ডা থেকে আটক হয়েছেন, আর তার স্বামী জিডি করেছেন মিরপুর থানায়।
সাংবাদিক মিথিলা ফারজানার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি রাজধানীর নিকেতন আবাসিক এলাকায় থাকেন, যা গুলশান থানার আওতাধীন।
জিডির তথ্যটি সত্য হলে জিডি হওয়া উচিত বাড্ডা কিংবা গুলশান থানায়, মিরপুর থানার সংশ্লিষ্টতা এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অর্থাৎ জিডির তথ্যটিও অসমাঞ্জস্যপূর্ণ।
৬. ৭১ টিভির সংবাদকর্মী মিথিলা ফারজানাকে ২৯ এপ্রিল (খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ার একদিন পর) টিভি চ্যানেলটিতে অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা গেছে।
ফলাফল
অর্থাৎ বিভ্রান্তিকর সূত্রের বরাত দিয়ে ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ছবি ব্যবহার করে সাংবাদিক মিথিলা ফারজানা আটক হওয়ার ভিত্তিহীন খবরটি ছড়ানো হয়েছে।
যুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১ দিন আগেবাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
২ দিন আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৪ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৫ দিন আগে