Ajker Patrika

হেফাজত ইস্যুতে পুলিশ অফিসার পদত্যাগ করেছেন?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ২৫
হেফাজত ইস্যুতে পুলিশ অফিসার পদত্যাগ করেছেন?

সামাজিক মাধ্যমের পোস্ট: ফেসবুকে ছড়ানো একটি ছবিতে দেখা যাচ্ছে একটি টেবিলের উপর বাংলাদেশ পুলিশের একটি ইউনিফর্ম, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও নগদ টাকা রাখা। বিভিন্ন গ্রুপে পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি হেফাজতে ইসলামের সমর্থকদের বিরুদ্ধে গুলি ও লাঠিচার্জ করতে অপারগতা প্রকাশ করে এক পুলিশ অফিসারের পদত্যাগের ছবি। ‘মিজানুর রহমান আজহারী গ্রুপ’ নামের একটি ফেসবুক গ্রুপে এরকম একটি পোস্টে নয় হাজার প্রতিক্রিয়া, ১৩০০ মতামত এবং ২৩০০ বার শেয়ার হতে দেখা যায়।

ফ্যাক্টচেক: ছবিটি ২০১৯ সালের। সেবছর ১০ জুলাই কালের কন্ঠ অনলাইনে 'পরনে পুলিশের পোশাক, হাতে ওয়াকিটকি, ডাকাতিই ছিল তাদের কাজ' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। খবরের সূত্র ধরে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ সেসময় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করে। ফেসবুকে বর্তমানে ছড়ানো ছবিটি ওই প্রতিবেদনে প্রকাশিত। ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে 'পুলিশ সেজে ডাকাতি, গ্রেফতার ৮; উদ্ধার ১০ লাখ টাকা' শিরোনামের খবরেও একই ছবি ব্যবহার করা হয়েছে।

ডিএমপি নিউজে প্রকাশিত মূলছবি

এছাড়া সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে হেফাজতে ইসলাম। তবে এ কর্মসূচীকে কেন্দ্র করে কোনো পুলিশ অফিসার পদত্যাগ করেছেন এমন খবর মূলধারার কোন সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

ফলাফল: ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৯ সালে পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগে ৮ জনকে আটকের খবর থেকে ছবিটি নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত