Ajker Patrika

জাকির নায়েকের বসবাসের জন্য প্রাসাদ দিয়েছে মালয়েশিয়া সরকার!

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ২২
জাকির নায়েকের বসবাসের জন্য প্রাসাদ দিয়েছে মালয়েশিয়া সরকার!

বিপুল এক প্রাসাদের ছবি প্রচার করে ফেসবুকে দাবি করা হচ্ছে, মালয়েশিয়ার সরকার ডা. জাকির নায়েককে বসবাসের জন্য প্রাসাদটি দিয়েছেন। গত ৮ ডিসেম্বর (শুক্রবার) ফেরদৌসী আলম নামের এক ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। এতে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত ৪৩ হাজার রিয়েকশন পড়েছে। এর মধ্যে ৩৩ হাজার রিয়েকশনই লাইক। শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার বার। পোস্টটিসহ ফেসবুকে প্রচারিত ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানেএখানে

 অনুসন্ধানে দেখা যায়, ডা. জাকির নায়েককে বসবাসের জন্য দেওয়া হয়েছে দাবি করে প্রচারিত প্রাসাদটি মালয়েশিয়ার পুত্রজায়াতে অবস্থিত। প্রাসাদটির নাম ইসতানা দারুল ইহসান বা দারুল ইহসান প্লেস। ভবনটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতান শারাফউদ্দিন ইদ্রিস শাহের অন্যতম একটি রাজকীয় বাসস্থান। প্রাসাদটি বসবাসের জন্য মালয়েশিয়ার সরকারের ড.জাকির নায়েককে দিয়ে দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি ভিত্তিহীন।

পরবর্তীতে প্রাসাদটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে প্রাসাদটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়।

মালয়েশিয়ার সরকার ডা. জাকির নায়েককে বসবাসের জন্য প্রাসাদ দিয়েছেন দাবিতে পোস্ট।ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, প্রাসাদটির নাম ইসতানা দারুল ইহসান। এটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতানের বাসভবন। আরেকটি স্টক ফটোর ওয়েবসাইট ফ্লিকারে বাসভবনটি সম্পর্কে আরও তথ্য খুঁজে পাওয়া যায়। এখানে দেওয়া ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, প্রাসাদটি ২০০০ সালে পুত্রজায়া লেকের পাশে নির্মাণ করা হয়। ধূসর রঙ্গের বিশাল এই প্রাসাদ মালয়েশিয়ার ফেডারেল সরকার সেলাঙ্গর রাজাকে উপহার হিসেবে দেয়। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।

এছাড়া ফেসবুকের ভাইরাল পোস্টগুলো খুঁজেও পোস্টের সঙ্গে প্রচারিত তথ্যটির কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।

জাকির নায়েকের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অনুসন্ধানে অনুসন্ধানে দেখা যায়, ২০১৬ সালে বাংলাদেশে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর মালয়েশিয়া চলে যান এবং দেশটির সরকার তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়। সেই থেকে তিনি মালয়েশিয়াতেই আছেন। তবে দেশটির সরকার জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দিলেও তাঁকে কোনো প্রাসাদ দিয়েছে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সিদ্ধান্ত
ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় আছেন এবং দেশটির সরকার তাঁকে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি দিয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতানের বাসভবনের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ডা. জাকির নায়েককে মালয়েশিয়ার সরকার প্রাসাদটি বসবাসের জন্য দিয়েছেন, যা মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত