Ajker Patrika

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু কাল

সিলেট সংবাদদাতা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু কাল

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হবে আগামীকাল শনিবার। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের ইপিআই সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

সভায় জানানো হয়, সিলেটের ৫০ হাজার ৫৪১ জন ও প্রতিবন্ধী ১২৭ জন ৬-১১ মাস বয়সী শিশুর জন্য নীল ক্যাপসুল ও ৪ লাখ ১৫ হাজার ৬০৯ জন ও প্রতিবন্ধী ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, শনিবার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হবে। শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত