Ajker Patrika

রিফ্লেকটিভ লাইটে বেড়েছে সৌন্দর্য, কমেছে দুর্ঘটনার ঝুঁকি

অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়া-নাটোর মহাসড়কের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে রিফ্লেকটিভ রোড স্টাড লাইট। এ অঞ্চলের রাস্তায় সাদা আর হলুদ দাগ টানা আগে দেখা গেলেও রিফ্লেকটিভ রোড স্টাড লাইট ছিল না। এবার প্রথমবারের মতো এ লাইট স্থাপন করা হচ্ছে। এদিকে মহাসড়কের বগুড়ার অংশ প্রশস্তকরণ কাজও শেষের দিকে। এতে মহাসড়কটি এখন জাতীয় মহাসড়কে উন্নীত হচ্ছে বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা।

বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়াসহ অন্যান্য জেলা থেকে আসা ১৫ হাজারের বেশি বিভিন্ন যানবাহন প্রতিদিন চলাচল করে বগুড়া-নাটোর মহাসড়কে। সড়কটি সরু হওয়ার কারণে একসঙ্গে দুটি বাস ও ট্রাক অতিক্রম করার সময় সমস্যা হচ্ছিল। চালকেরা সামান্য অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটত।

যানবাহন চলাচলের সুবিধার্থে সরকার ২০২০ সালের শেষের দিকে বগুড়া-নাটোর ৬২ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু করে। ৭০০ কোটি টাকা ব্যয়ে ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৪ ফুট চওড়া করা হয়েছে সড়ক। এ সড়কটিতে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ১৫ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৩ জেলার যোগাযোগ রয়েছে।

চালকেরা জানান, মহাসড়কের দুই পাশের লাল ও মাঝখানের হলুদ রিফ্লেকটিভ রোড স্টাড লাইটের ব্যবস্থা করা হচ্ছে। সব ধরনের গাড়ির হেডলাইটের আলো ওই রিফ্লেকটিভ রোড স্টাডে পড়ামাত্র তা জ্বল জ্বল করে। এতে দুর্ঘটনা রোধ করা সম্ভব।

মোটরবাইকচালক শুভ আহম্মেদ বলেন, ‘রাস্তায় এই লাইটগুলো স্থাপনের ফলে রাতে যখন মোটরসাইকেল নিয়ে চলাচল করি তখন রাস্তাটা দেখতে খুব ভালো লাগে। খুব সহজেই বোঝা যায় কোনদিক দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে।’

ট্রাকচালক জুয়েল রানা বলেন, মহাসড়কের এ লাইটগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করেনি, এতে দুর্ঘটনাও অনেক কমবে। রাতের বেলায় চালকদের গাড়ি সাইড দিতে সমস্যা হয়। দুই পাশে ও মাঝখানে লাইট থাকায় এখন সমস্যা হয় না।

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, রাতের বেলায় রাস্তায় গাড়ি নির্বিঘ্নে চলাচলের জন্য নিরাপত্তামূলক নির্দেশিকা দেয় রিফ্লেকটিভ রোড স্টাড। এই আলোতে কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার ঝুঁকি খুবই কম থাকে। এ ছাড়া মহাসড়কে রাতের বেলা আলো থাকে না বিধায় রাস্তা আলোকিত রাখে এই রিফ্লেকটিভ রোড স্টাড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত