Ajker Patrika

সড়কজুড়ে খানাখন্দ চলাচলে ভোগান্তি

কাজল সরকার, হবিগঞ্জ
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ০৪
সড়কজুড়ে খানাখন্দ  চলাচলে ভোগান্তি

সংস্কারের অভাবে বাহুবল উপজেলা শহরের প্রধান সড়কটি বেহাল হয়ে আছে। খানাখন্দে ভরা সড়ক অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কে পানি জমে কাদায় রূপ নেয়। এ অবস্থায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মধ্যবাজার অংশে। উপজেলা প্রশাসনের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মোড় পর্যন্ত বেহাল হয়েছে সড়কটি।

বাহুবল বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এই সড়ক। একাধিকবার উপজেলা পরিষদের কাছে দাবি জানিয়ে এলেও শুধু আশ্বাসই পেয়েছেন তাঁরা। সড়কটি খারাপ হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। অনেক সময় ভাঙা সড়কের কারণে ঘটছে দুর্ঘটনা।

এ বাজারের ব্যবসায়ী আলফু মিয়া বলেন, ‘প্রায় চার বছর ধরে সড়কটির এ অবস্থা। একাধিকবার বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংস্কারের জন্য উপজেলা পরিষদের কাছে দাবি জানানো হয়। কিন্তু বারবার তাঁরা আশ্বস্ত করলেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। দ্রুত এ সড়ক সংস্কারের দাবি জানাই।’

মধ্য বাজারের ব্যবসায়ী মো. রমিজ আলী বলেন, ‘এটি উপজেলার প্রধান সড়ক; অথচ এটি বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। সড়কের এই নাজুক অবস্থার কারণে আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। ভাঙা সড়কের জন্য ক্রেতারা বাজারে আসতে চান না।’

অটোরিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে কত গ্রামে যাই আমরা। কিন্তু গ্রামের মাটির সড়কও এর চেয়ে ভালো। এই সড়কে যাতায়াতে আমাদের গাড়ির বিভিন্ন পার্স ভেঙে যায়। শুকনো মৌসুমে শুধু ভাঙা থাকলেও বৃষ্টির দিনে সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। পানি আর কাদায় সড়ক ফসলি খেতে পরিণত হয় তখন।’

বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, ‘জেলা পরিষদের সমন্বয় সভায় আমি বারবার সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়েছি। সবশেষ সভায় আমার দাবিটি গৃহীত হয়েছে এবং রাস্তাটি সংস্কারের জন্য ১ কোটি ৮ লাখ টাকার একটি টেন্ডারও হয়েছে।’

খলিলুর রহমান আরও বলেন, ‘ইসমাইল হোসেন নামে একজন ঠিকাদার টেন্ডারটি পেয়েছেন। আশা করি, সপ্তাহখানেকের মধ্যেই কাজ শুরু হবে। যত দ্রুত সম্ভব সড়কটি যেন সংস্কার করা হয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ তদারকি করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত