কাজল সরকার, হবিগঞ্জ
সংস্কারের অভাবে বাহুবল উপজেলা শহরের প্রধান সড়কটি বেহাল হয়ে আছে। খানাখন্দে ভরা সড়ক অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কে পানি জমে কাদায় রূপ নেয়। এ অবস্থায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মধ্যবাজার অংশে। উপজেলা প্রশাসনের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মোড় পর্যন্ত বেহাল হয়েছে সড়কটি।
বাহুবল বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এই সড়ক। একাধিকবার উপজেলা পরিষদের কাছে দাবি জানিয়ে এলেও শুধু আশ্বাসই পেয়েছেন তাঁরা। সড়কটি খারাপ হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। অনেক সময় ভাঙা সড়কের কারণে ঘটছে দুর্ঘটনা।
এ বাজারের ব্যবসায়ী আলফু মিয়া বলেন, ‘প্রায় চার বছর ধরে সড়কটির এ অবস্থা। একাধিকবার বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংস্কারের জন্য উপজেলা পরিষদের কাছে দাবি জানানো হয়। কিন্তু বারবার তাঁরা আশ্বস্ত করলেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। দ্রুত এ সড়ক সংস্কারের দাবি জানাই।’
মধ্য বাজারের ব্যবসায়ী মো. রমিজ আলী বলেন, ‘এটি উপজেলার প্রধান সড়ক; অথচ এটি বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। সড়কের এই নাজুক অবস্থার কারণে আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। ভাঙা সড়কের জন্য ক্রেতারা বাজারে আসতে চান না।’
অটোরিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে কত গ্রামে যাই আমরা। কিন্তু গ্রামের মাটির সড়কও এর চেয়ে ভালো। এই সড়কে যাতায়াতে আমাদের গাড়ির বিভিন্ন পার্স ভেঙে যায়। শুকনো মৌসুমে শুধু ভাঙা থাকলেও বৃষ্টির দিনে সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। পানি আর কাদায় সড়ক ফসলি খেতে পরিণত হয় তখন।’
বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, ‘জেলা পরিষদের সমন্বয় সভায় আমি বারবার সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়েছি। সবশেষ সভায় আমার দাবিটি গৃহীত হয়েছে এবং রাস্তাটি সংস্কারের জন্য ১ কোটি ৮ লাখ টাকার একটি টেন্ডারও হয়েছে।’
খলিলুর রহমান আরও বলেন, ‘ইসমাইল হোসেন নামে একজন ঠিকাদার টেন্ডারটি পেয়েছেন। আশা করি, সপ্তাহখানেকের মধ্যেই কাজ শুরু হবে। যত দ্রুত সম্ভব সড়কটি যেন সংস্কার করা হয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ তদারকি করব।’
সংস্কারের অভাবে বাহুবল উপজেলা শহরের প্রধান সড়কটি বেহাল হয়ে আছে। খানাখন্দে ভরা সড়ক অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কে পানি জমে কাদায় রূপ নেয়। এ অবস্থায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মধ্যবাজার অংশে। উপজেলা প্রশাসনের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মোড় পর্যন্ত বেহাল হয়েছে সড়কটি।
বাহুবল বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এই সড়ক। একাধিকবার উপজেলা পরিষদের কাছে দাবি জানিয়ে এলেও শুধু আশ্বাসই পেয়েছেন তাঁরা। সড়কটি খারাপ হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। অনেক সময় ভাঙা সড়কের কারণে ঘটছে দুর্ঘটনা।
এ বাজারের ব্যবসায়ী আলফু মিয়া বলেন, ‘প্রায় চার বছর ধরে সড়কটির এ অবস্থা। একাধিকবার বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংস্কারের জন্য উপজেলা পরিষদের কাছে দাবি জানানো হয়। কিন্তু বারবার তাঁরা আশ্বস্ত করলেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। দ্রুত এ সড়ক সংস্কারের দাবি জানাই।’
মধ্য বাজারের ব্যবসায়ী মো. রমিজ আলী বলেন, ‘এটি উপজেলার প্রধান সড়ক; অথচ এটি বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। সড়কের এই নাজুক অবস্থার কারণে আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। ভাঙা সড়কের জন্য ক্রেতারা বাজারে আসতে চান না।’
অটোরিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে কত গ্রামে যাই আমরা। কিন্তু গ্রামের মাটির সড়কও এর চেয়ে ভালো। এই সড়কে যাতায়াতে আমাদের গাড়ির বিভিন্ন পার্স ভেঙে যায়। শুকনো মৌসুমে শুধু ভাঙা থাকলেও বৃষ্টির দিনে সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। পানি আর কাদায় সড়ক ফসলি খেতে পরিণত হয় তখন।’
বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, ‘জেলা পরিষদের সমন্বয় সভায় আমি বারবার সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়েছি। সবশেষ সভায় আমার দাবিটি গৃহীত হয়েছে এবং রাস্তাটি সংস্কারের জন্য ১ কোটি ৮ লাখ টাকার একটি টেন্ডারও হয়েছে।’
খলিলুর রহমান আরও বলেন, ‘ইসমাইল হোসেন নামে একজন ঠিকাদার টেন্ডারটি পেয়েছেন। আশা করি, সপ্তাহখানেকের মধ্যেই কাজ শুরু হবে। যত দ্রুত সম্ভব সড়কটি যেন সংস্কার করা হয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ তদারকি করব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫