কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত এক শিক্ষার্থীর কাছে বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মো. সায়েম হোসেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মিখাইল শরীফের চাচাতো ভাই। এ সময় ছিনতাইকারী নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী সায়েম।
মিখাইল শরীফ ও সায়েম হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সায়েম হোসেন কক্সবাজার থেকে বাসে করে এসে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে নামেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি ৷ কিন্তু অটোরিকশা তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এনে বিশ্ববিদ্যালয়ের পাশের গাবতলি এলাকায় নিয়ে যায়।
সেখানে আগে থেকেই যাত্রী বেশে থাকা দুজন ছিনতাইকারী সায়েমের গলায় ছুরি ধরে তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ধ্বস্তাধ্বস্তিতে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হন সায়েম। এদিকে ওই সময় মিখাইল শরীফ সায়েমের মোবাইল ফোনে কল দিলে ছিনতাইকারীদের একজন রিসিভ করেন। তিনি নিজেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন।
মিখাইল শরীফের কাছে পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাইয়ের চাকরির সাক্ষাৎকার ছিল। তিনি সেখানে চলে যাওয়ায় আমাদের পক্ষে থানায় যাওয়া সম্ভব হয়নি। তবে আমরা ওই রাতেই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানিয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম বলেন, ‘আমার বিভাগের কোনো শিক্ষার্থী এমনটা করবে না, এই আত্মবিশ্বাস আমি রাখি।’
কুবির প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনা বিস্তারিত লিখে প্রক্টর অফিসে দিলে আমরা পুলিশের সঙ্গে কথা বলব।’
সদর দক্ষিণ থানার ওসি দেবাশিষ চৌধুরি বলেন, ‘অভিযোগ না পেলেও এখন যেহেতু জানলাম ছিনতাই আবার শুরু হয়েছে, তাই কারা এগুলো করছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালাব।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত এক শিক্ষার্থীর কাছে বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মো. সায়েম হোসেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মিখাইল শরীফের চাচাতো ভাই। এ সময় ছিনতাইকারী নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী সায়েম।
মিখাইল শরীফ ও সায়েম হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সায়েম হোসেন কক্সবাজার থেকে বাসে করে এসে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে নামেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি ৷ কিন্তু অটোরিকশা তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এনে বিশ্ববিদ্যালয়ের পাশের গাবতলি এলাকায় নিয়ে যায়।
সেখানে আগে থেকেই যাত্রী বেশে থাকা দুজন ছিনতাইকারী সায়েমের গলায় ছুরি ধরে তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ধ্বস্তাধ্বস্তিতে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হন সায়েম। এদিকে ওই সময় মিখাইল শরীফ সায়েমের মোবাইল ফোনে কল দিলে ছিনতাইকারীদের একজন রিসিভ করেন। তিনি নিজেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন।
মিখাইল শরীফের কাছে পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাইয়ের চাকরির সাক্ষাৎকার ছিল। তিনি সেখানে চলে যাওয়ায় আমাদের পক্ষে থানায় যাওয়া সম্ভব হয়নি। তবে আমরা ওই রাতেই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানিয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম বলেন, ‘আমার বিভাগের কোনো শিক্ষার্থী এমনটা করবে না, এই আত্মবিশ্বাস আমি রাখি।’
কুবির প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনা বিস্তারিত লিখে প্রক্টর অফিসে দিলে আমরা পুলিশের সঙ্গে কথা বলব।’
সদর দক্ষিণ থানার ওসি দেবাশিষ চৌধুরি বলেন, ‘অভিযোগ না পেলেও এখন যেহেতু জানলাম ছিনতাই আবার শুরু হয়েছে, তাই কারা এগুলো করছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালাব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫