Ajker Patrika

ঠিকাদার-আতঙ্কে এলজিইডির প্রকৌশলী

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২২, ১২: ৫০
Thumbnail image

ঠিকাদারকে নিয়ে আতঙ্কে ভুগছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) রাজশাহীর পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন। এ নিয়ে গতকাল বুধবার রাজশাহী নগরীর শাহ মখদুম থানায় তিনি একটি মামলা করেন। হামলার অভিযোগে করা এ মামলায় দুজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকৌশলী মকবুল হোসেনের অফিসে হামলার ঘটনা ঘটে। পরে সেদিনই তিনি শাহ মখদুম থানায় লিখিত একটি অভিযোগ করেন। পরদিনই সেই অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। তবে গতকাল বুধবার বিকেল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি।

প্রকৌশলী মকবুল হোসেন এ এফ এ আজাদ কামাল ওরফে নতুন নামের এক ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আজাদ কামালের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স নিউ রিলেশন। এ প্রতিষ্ঠানটির কার্যালয় পবা উপজেলার ভুগরইল এলাকায়। ঠিকাদারি নিয়ে সমস্যার জের ধরে উপজেলা প্রকৌশলীর দপ্তরে হামলার ঘটনা ঘটে।

মকবুল হোসেন তাঁর লিখিত অভিযোগে বলেছেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঠিকাদার আজাদ কামাল তাঁর অফিসে ঢুকে হুমকি-ধমকি দেন। তিনি তাঁকে মারতে উদ্যত হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন। পরে ঠিকাদার আজাদ কামাল তাঁর মামা জয়নাল আবেদীনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে নিয়ে এসে অফিস ঘেরাও করে রাখেন এবং এই দপ্তরের কর্মচারীদের মারধর করেন। এ ধরনের ঘটনায় মকবুল হোসেন সরকারি দায়িত্ব পালনে আতঙ্কিত বোধ করছেন বলে অভিযোগে লিখেছেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন। ঠিকাদার আজাদ কামালের ব্যক্তিগত মোবাইল ফোনে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। তবে জানা গেছে, ঠিকাদার আজাদ কামাল পবায় এলজিইডির বিভিন্ন কাজ করে থাকেন। সেসব কাজে উপজেলা প্রকৌশলীর সঙ্গে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

জানতে চাইলে এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোহা. নাশির উদ্দিন বলেন, ‘পবায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কী কারণে ঘটেছে, সেসব বিষয়-সংশ্লিষ্ট কর্মকর্তাই ভালো বলতে পারবেন। যেহেতু হামলার ঘটনা ঘটেছে, সে জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত