খান রফিক, বরিশাল
১১ বছর পর বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় তাঁর ফেসবুকে এ কমিটির ঘোষণা দেন। তবে ছাত্রলীগের একাংশ এতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, নতুন কমিটির আহ্বায়ক অছাত্র। তিনি পরিবহন মালিক-শ্রমিক লীগ নেতা এবং বিবাহিত। দুই যুগ্ম আহ্বায়কসহ একাধিক সদস্য বিবাহিত, অছাত্র এবং নগরে নানা অঘটনের মামলার আসামি।
এই অবস্থায় ছাত্রলীগের একাংশ আজ সোমবার নগরীতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের অনুসারী ছাত্রলীগের এই অংশের অভিযোগ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুগতদের দিয়ে একপেশে কমিটি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বরিশালের সন্তান জয়।
ছাত্রলীগ, দলীয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক রইজ আহমেদ মান্না বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কার্যনির্বাহী সদস্য। একই সঙ্গে তিনি বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য ফেডারেশনের আইনবিষয়ক সম্পাদক। ছাত্রত্ব নেই তাঁর।
বিয়ে করেছেন, সন্তানও আছে। মেয়র সাদিকের ঘনিষ্ঠ হিসেবে নগরের পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করেন তিনি।
কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাইনুল ইসলাম চলতি বছরে বিয়ে করেছেন। ২০০৪ সালের ছাত্রলীগের কমিটিতে তিনি ওয়ার্ড কমিটির পদে ছিলেন। অছাত্র হয়েও ১৮ বছর পর তিনি নগর ছাত্রলীগে পদ পেয়েছেন। অপর যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শাকিলও বিবাহিত এবং সম্প্রতি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আহ্বায়ক এবং দুই যুগ্ম আহ্বায়ক ছাত্রলীগের বেঁধে দেওয়া ২৯ বছর বয়সের সীমা ছাড়িয়েছেন অনেক আগেই।
নতুন কমিটির সদস্যদের অধিকাংশও ছাত্রলীগের গঠনতন্ত্রের আওতায় পড়ে না বলে বঞ্চিতরা অভিযোগ করেছেন। ফেসবুকেও এ নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন ছাত্রলীগের কর্মীরা।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী নগর ছাত্রলীগের দীর্ঘদিনের পদপ্রত্যাশী রেজানুর রহমান নিয়ন আজকের পত্রিকা’কে বলেন, ‘নতুন এ কমিটি একপেশে এবং মেয়র সাদিকের দেওয়া পকেট কমিটি। এর আহ্বায়ক, দুই যুগ্ম আহ্বায়ক অছাত্র, বিবাহিত এবং পরিবহন মালিক-শ্রমিক নেতা। ছাত্রলীগের গঠনতন্ত্রে তারা কমিটিতে পদ পেতে পারেন না।’
রেজানুর রহমানের অভিযোগ, ‘এই কমিটির কেউ কেউ আবার গ্লোবাল ইউনিভার্সিটিতে হামলা, টপ টেনে হামলা, ফরচুনে হামলা মামলার আসামি। যারা পদ পেয়েছে, তারা সবাই মেয়র সাদেকের লোক। এর প্রতিবাদে সোমবার আমরা বিক্ষোভ মিছিল করব।’
এসব বিষয়ে জানতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শাকিল আজকের পত্রিকা’কে বলেন, ‘তৃণমূল ছাত্রলীগের মনের ইচ্ছা এ কমিটিতে ফুটে উঠেছে। এ কমিটি মেয়র সাদিকের নির্দেশনায় এগিয়ে যাবে।’
এদিকে কমিটি ঘোষণার রাতেই নগরের নথুল্লাবাদে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছাত্রলীগের নবাগত নেতাদের উদ্দেশে বলেন, অনেক বছর কমিটি না থাকায় নতুন পদ পাওয়া নেতাদের বয়স বেশি হতে পারে। এ ক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারে, এদের তো বয়স পেরিয়ে গেছে। অনেকে বলতে পারেন বিধানের বাইরে গিয়ে নীতিবহির্ভূত কমিটি হয়েছে। এ জন্যই তাদের দিয়ে তিন মাসের আহ্বায়ক কমিটি করে সম্মেলন করা হবে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় উপসমাজসেবা সম্পাদক তানভির হাসান সৈকত বলেন, ‘বরিশাল নগর ছাত্রলীগের কমিটি হয়নি ১১ বছর। যাঁরা পদ পেয়েছেন, তারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। তা ছাড়া ছাত্রলীগের সভাপতি জয় ভাইয়ের বাড়ি বরিশালে। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে কমিটি দিয়েছেন। তবে নতুন কমিটির কোনো নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।
১১ বছর পর বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় তাঁর ফেসবুকে এ কমিটির ঘোষণা দেন। তবে ছাত্রলীগের একাংশ এতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, নতুন কমিটির আহ্বায়ক অছাত্র। তিনি পরিবহন মালিক-শ্রমিক লীগ নেতা এবং বিবাহিত। দুই যুগ্ম আহ্বায়কসহ একাধিক সদস্য বিবাহিত, অছাত্র এবং নগরে নানা অঘটনের মামলার আসামি।
এই অবস্থায় ছাত্রলীগের একাংশ আজ সোমবার নগরীতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের অনুসারী ছাত্রলীগের এই অংশের অভিযোগ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুগতদের দিয়ে একপেশে কমিটি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বরিশালের সন্তান জয়।
ছাত্রলীগ, দলীয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক রইজ আহমেদ মান্না বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কার্যনির্বাহী সদস্য। একই সঙ্গে তিনি বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য ফেডারেশনের আইনবিষয়ক সম্পাদক। ছাত্রত্ব নেই তাঁর।
বিয়ে করেছেন, সন্তানও আছে। মেয়র সাদিকের ঘনিষ্ঠ হিসেবে নগরের পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করেন তিনি।
কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাইনুল ইসলাম চলতি বছরে বিয়ে করেছেন। ২০০৪ সালের ছাত্রলীগের কমিটিতে তিনি ওয়ার্ড কমিটির পদে ছিলেন। অছাত্র হয়েও ১৮ বছর পর তিনি নগর ছাত্রলীগে পদ পেয়েছেন। অপর যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শাকিলও বিবাহিত এবং সম্প্রতি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আহ্বায়ক এবং দুই যুগ্ম আহ্বায়ক ছাত্রলীগের বেঁধে দেওয়া ২৯ বছর বয়সের সীমা ছাড়িয়েছেন অনেক আগেই।
নতুন কমিটির সদস্যদের অধিকাংশও ছাত্রলীগের গঠনতন্ত্রের আওতায় পড়ে না বলে বঞ্চিতরা অভিযোগ করেছেন। ফেসবুকেও এ নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন ছাত্রলীগের কর্মীরা।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী নগর ছাত্রলীগের দীর্ঘদিনের পদপ্রত্যাশী রেজানুর রহমান নিয়ন আজকের পত্রিকা’কে বলেন, ‘নতুন এ কমিটি একপেশে এবং মেয়র সাদিকের দেওয়া পকেট কমিটি। এর আহ্বায়ক, দুই যুগ্ম আহ্বায়ক অছাত্র, বিবাহিত এবং পরিবহন মালিক-শ্রমিক নেতা। ছাত্রলীগের গঠনতন্ত্রে তারা কমিটিতে পদ পেতে পারেন না।’
রেজানুর রহমানের অভিযোগ, ‘এই কমিটির কেউ কেউ আবার গ্লোবাল ইউনিভার্সিটিতে হামলা, টপ টেনে হামলা, ফরচুনে হামলা মামলার আসামি। যারা পদ পেয়েছে, তারা সবাই মেয়র সাদেকের লোক। এর প্রতিবাদে সোমবার আমরা বিক্ষোভ মিছিল করব।’
এসব বিষয়ে জানতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শাকিল আজকের পত্রিকা’কে বলেন, ‘তৃণমূল ছাত্রলীগের মনের ইচ্ছা এ কমিটিতে ফুটে উঠেছে। এ কমিটি মেয়র সাদিকের নির্দেশনায় এগিয়ে যাবে।’
এদিকে কমিটি ঘোষণার রাতেই নগরের নথুল্লাবাদে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছাত্রলীগের নবাগত নেতাদের উদ্দেশে বলেন, অনেক বছর কমিটি না থাকায় নতুন পদ পাওয়া নেতাদের বয়স বেশি হতে পারে। এ ক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারে, এদের তো বয়স পেরিয়ে গেছে। অনেকে বলতে পারেন বিধানের বাইরে গিয়ে নীতিবহির্ভূত কমিটি হয়েছে। এ জন্যই তাদের দিয়ে তিন মাসের আহ্বায়ক কমিটি করে সম্মেলন করা হবে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় উপসমাজসেবা সম্পাদক তানভির হাসান সৈকত বলেন, ‘বরিশাল নগর ছাত্রলীগের কমিটি হয়নি ১১ বছর। যাঁরা পদ পেয়েছেন, তারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। তা ছাড়া ছাত্রলীগের সভাপতি জয় ভাইয়ের বাড়ি বরিশালে। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে কমিটি দিয়েছেন। তবে নতুন কমিটির কোনো নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫