Ajker Patrika

কার্ড ইস্যুর আগেই ১০ টাকা কেজির চাল উত্তোলন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১২: ৩৭
কার্ড ইস্যুর আগেই ১০ টাকা কেজির চাল উত্তোলন

কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোছা. চায়না খাতুনের অভিযোগ, দুই বস্তা চাল দেওয়ার জন্য স্বাক্ষর করে তাঁকে এক বস্তা চাল দেওয়া হয়েছে। এ ছাড়া কার্ড ইস্যুর ১৫ দিন আগেই তাঁর কার্ড থেকে চাল উত্তোলন করা হয়।

এদিকে, এ ঘটনায় চায়না খাতুন গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ইউনিয়নের খোনকার তলার ডিলার আতিকুল ইসলাম প্রতীকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

চায়না খাতুন বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে ১০ টাকা কেজি দরে চাল উত্তোলনের কার্ড পেয়েছি। বুধবার সকালে প্রতীক ডিলারের কাছে চাল তুলতে গেলে তিনি কার্ডে দুটা স্বাক্ষর করে চাল না দিয়ে তাড়িয়ে দেন। এ নিয়ে ডিলারের সঙ্গে ঝগড়া করলেও ডিলার চাল না দিয়ে তাড়িয়ে দেন। পরে বিভিন্ন মানুষ ধরে বেড়ালে চাপে পড়ে ডিলার এক বস্তা চাল দেন। কিন্তু স্বাক্ষর অনুয়ায়ী চাল পাওয়ার কথা দুই বস্তা।’

চায়নার হাতে থাকা কার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ৩০ মার্চ কার্ডটি ইস্যু করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. এরশাদ আলী। কার্ড নম্বর ৬৬৮। কিন্তু ১৫ মার্চ কার্ড থেকে প্রথম চাল উত্তোলন করা হয়, যা কার্ডধারী জানেন না। এ ছাড়া ১৩ এপ্রিল দ্বিতীয়বার চাল উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে ডিলার আতিকুল ইসলাম প্রতীক বলেন, ‘কার্ডটি সংশোধন করা হয়েছে। ফলে অতীতে একজন চাল তুলেছিল। যা নতুন কার্ডে লেখা হয়েছে। এটা অন্যায়, কিন্তু মানবিক কারণে লেখা হয়েছে।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. এরশাদ আলী বলেন, ‘কার্ড ইস্যুর আগেই চাল বিতরণ হতে পারে না। বিষয়টি দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত