সম্পাদকীয়
বাংলা কথাসাহিত্যে যে তিন ত্রয়ী বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর সাহিত্যকর্মে নিপুণভাবে গ্রামবাংলার প্রকৃতি এবং মানুষের জীবনযাপনের শাশ্বত রূপ চিত্রায়ণ করেছেন।
শৈশবে পিতার কাছে তাঁর পড়ালেখার পাঠ শুরু। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। ১৯১৪ সালে প্রথম বিভাগে এনট্রান্স এবং ১৯১৬ সালে রিপন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন। ১৯১৮ সালে একই কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। শৈশবে পিতার মৃত্যু তাঁর জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এরপর শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করেন। কিন্তু জীবনের বিভিন্ন সময় অন্য পেশায় যুক্ত ছিলেন।
সাহিত্যিক হওয়ার ইচ্ছে না থাকলেও, হঠাৎ বজ্রপাতের মতো করে তিনি সাহিত্যিক হয়ে ওঠেন। গল্পটি এ রকম—১৯২২ সালে তিনি হরিনাভি স্কুলের শিক্ষক ছিলেন। থাকতেন স্কুলের পাশেই। বর্ষার সময় একদিন এক কিশোরকে বই-হাতে যেতে দেখে তিনি তাকে ডাকেন। তার নাম পাঁচুগোপাল চক্রবর্তী। গ্রামের সবাই তাকে বালক-কবি বলে চেনে।
পাঁচুগোপালের বিশ্বাস ছিল, বিভূতি যেহেতু বিএ পাস, সেহেতু তাঁর পক্ষে সাহিত্যচর্চা করা সহজ। তাই তিনি প্রস্তাব দেন দুজনে মিলেই উপন্যাস লেখার। কিন্তু তিনি তো সাহিত্যের ধারে-কাছে ছিলেন না। সেই কিশোর স্কুলসহ আশপাশে পোস্টার দিয়ে ছেয়ে দিলেন—প্রকাশিত হচ্ছে, প্রথম উপন্যাস ‘চঞ্চলা’, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
কাজটি পাঁচুগোপালের, কিন্তু জবাবদিহি করতে হচ্ছে তাঁকে। এরপর সম্মান রক্ষার্থে লিখে ফেলেন ছোটগল্প ‘উপেক্ষিতা’। ছাপা হয় স্বনামখ্যাত পত্রিকা প্রবাসীতে। তখন তাঁর বয়স মাত্র ২৮। এরপর ভাগলপুরে কাজ করার সময় ১৯২৫ সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন।
উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় উপন্যাসটি ‘বিচিত্রা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে তিনি সাহিত্যিক হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাহিত্যিক জীবনের ২৮ বছরে তিনি রচনা করেছেন ৬০টি গ্রন্থ।
ব্যতিক্রমী এই কথাসাহিত্যিক ঝাড়খন্ডের ঘাটশিলায় ১৯৫০ সালের ১ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাংলা কথাসাহিত্যে যে তিন ত্রয়ী বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর সাহিত্যকর্মে নিপুণভাবে গ্রামবাংলার প্রকৃতি এবং মানুষের জীবনযাপনের শাশ্বত রূপ চিত্রায়ণ করেছেন।
শৈশবে পিতার কাছে তাঁর পড়ালেখার পাঠ শুরু। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। ১৯১৪ সালে প্রথম বিভাগে এনট্রান্স এবং ১৯১৬ সালে রিপন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন। ১৯১৮ সালে একই কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। শৈশবে পিতার মৃত্যু তাঁর জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এরপর শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করেন। কিন্তু জীবনের বিভিন্ন সময় অন্য পেশায় যুক্ত ছিলেন।
সাহিত্যিক হওয়ার ইচ্ছে না থাকলেও, হঠাৎ বজ্রপাতের মতো করে তিনি সাহিত্যিক হয়ে ওঠেন। গল্পটি এ রকম—১৯২২ সালে তিনি হরিনাভি স্কুলের শিক্ষক ছিলেন। থাকতেন স্কুলের পাশেই। বর্ষার সময় একদিন এক কিশোরকে বই-হাতে যেতে দেখে তিনি তাকে ডাকেন। তার নাম পাঁচুগোপাল চক্রবর্তী। গ্রামের সবাই তাকে বালক-কবি বলে চেনে।
পাঁচুগোপালের বিশ্বাস ছিল, বিভূতি যেহেতু বিএ পাস, সেহেতু তাঁর পক্ষে সাহিত্যচর্চা করা সহজ। তাই তিনি প্রস্তাব দেন দুজনে মিলেই উপন্যাস লেখার। কিন্তু তিনি তো সাহিত্যের ধারে-কাছে ছিলেন না। সেই কিশোর স্কুলসহ আশপাশে পোস্টার দিয়ে ছেয়ে দিলেন—প্রকাশিত হচ্ছে, প্রথম উপন্যাস ‘চঞ্চলা’, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
কাজটি পাঁচুগোপালের, কিন্তু জবাবদিহি করতে হচ্ছে তাঁকে। এরপর সম্মান রক্ষার্থে লিখে ফেলেন ছোটগল্প ‘উপেক্ষিতা’। ছাপা হয় স্বনামখ্যাত পত্রিকা প্রবাসীতে। তখন তাঁর বয়স মাত্র ২৮। এরপর ভাগলপুরে কাজ করার সময় ১৯২৫ সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন।
উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় উপন্যাসটি ‘বিচিত্রা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে তিনি সাহিত্যিক হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাহিত্যিক জীবনের ২৮ বছরে তিনি রচনা করেছেন ৬০টি গ্রন্থ।
ব্যতিক্রমী এই কথাসাহিত্যিক ঝাড়খন্ডের ঘাটশিলায় ১৯৫০ সালের ১ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪