Ajker Patrika

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সম্পাদকীয়
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯: ৪৭
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বাংলা কথাসাহিত্যে যে তিন ত্রয়ী বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর সাহিত্যকর্মে নিপুণভাবে গ্রামবাংলার প্রকৃতি এবং মানুষের জীবনযাপনের শাশ্বত রূপ চিত্রায়ণ করেছেন।

শৈশবে পিতার কাছে তাঁর পড়ালেখার পাঠ শুরু। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। ১৯১৪ সালে প্রথম বিভাগে এনট্রান্স এবং ১৯১৬ সালে রিপন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন। ১৯১৮ সালে একই কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। শৈশবে পিতার মৃত্যু তাঁর জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এরপর শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করেন। কিন্তু জীবনের বিভিন্ন সময় অন্য পেশায় যুক্ত ছিলেন।

সাহিত্যিক হওয়ার ইচ্ছে না থাকলেও, হঠাৎ বজ্রপাতের মতো করে তিনি সাহিত্যিক হয়ে ওঠেন। গল্পটি এ রকম—১৯২২ সালে তিনি হরিনাভি স্কুলের শিক্ষক ছিলেন। থাকতেন স্কুলের পাশেই। বর্ষার সময় একদিন এক কিশোরকে বই-হাতে যেতে দেখে তিনি তাকে ডাকেন। তার নাম পাঁচুগোপাল চক্রবর্তী। গ্রামের সবাই তাকে বালক-কবি বলে চেনে।

পাঁচুগোপালের বিশ্বাস ছিল, বিভূতি যেহেতু বিএ পাস, সেহেতু তাঁর পক্ষে সাহিত্যচর্চা করা সহজ। তাই তিনি প্রস্তাব দেন দুজনে মিলেই উপন্যাস লেখার। কিন্তু তিনি তো সাহিত্যের ধারে-কাছে ছিলেন না। সেই কিশোর স্কুলসহ আশপাশে পোস্টার দিয়ে ছেয়ে দিলেন—প্রকাশিত হচ্ছে, প্রথম উপন্যাস ‘চঞ্চলা’, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

কাজটি পাঁচুগোপালের, কিন্তু জবাবদিহি করতে হচ্ছে তাঁকে। এরপর সম্মান রক্ষার্থে লিখে ফেলেন ছোটগল্প ‘উপেক্ষিতা’। ছাপা হয় স্বনামখ্যাত পত্রিকা প্রবাসীতে। তখন তাঁর বয়স মাত্র ২৮। এরপর ভাগলপুরে কাজ করার সময় ১৯২৫ সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন।

উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় উপন্যাসটি ‘বিচিত্রা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে তিনি সাহিত্যিক হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাহিত্যিক জীবনের ২৮ বছরে তিনি রচনা করেছেন ৬০টি গ্রন্থ।
ব্যতিক্রমী এই কথাসাহিত্যিক ঝাড়খন্ডের ঘাটশিলায় ১৯৫০ সালের ১ নভেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত