Ajker Patrika

মেলায় আছেন হ‌ুমায়ূনও

সাখাওয়াত ফাহাদ, ঢাকা
মেলায় আছেন হ‌ুমায়ূনও

‘তিথির নীল তোয়ালে’ পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন রায়েরবাজার থেকে মেলায় আসা সারিয়া সুলতানা। হ‌ুমায়ূন আহমেদের এই বইয়ের জন্য তিনটি প্রকাশনী ঘুরে অবশেষে সময় প্রকাশনীতে এসে বইটি পেয়েছেন তিনি। তাঁর মুখে বিশ্বজয়ের হাসি।

পাঠকদের এই হাসিতে হ‌ুমায়ূন আহমেদ আছেন। পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কালজয়ী লেখকের বইয়ের চাহিদা ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। আশি-নব্বইয়ের দশকে জনপ্রিয় হওয়া হ‌ুমায়ূন আহমেদের বইগুলো বর্তমানের কিশোর-তরুণেরাও খুঁজে ফিরছেন হন্যে হয়ে।

তাম্রলিপির শম্পা আক্তার প্রিয়া জানান, এবারের মেলায় প্রকাশনীটি হ‌ুমায়ূন আহমেদের সেরা পাঁচ উপন্যাস, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধের উপন্যাস, কিশোর গল্প, হিমু, ভৌতিক উপন্যাস, প্রেমের উপন্যাস এনেছে। তিনি বলেন, তাঁর গল্প বা উপন্যাসগুলো অনেকের কাছেই আছে। তবুও একসঙ্গে তাঁর উপন্যাস, গল্পগুলো অনেকেই সংগ্রহে রাখতে চান।

হ‌ুমায়ূন আহমেদের নামের সঙ্গে জড়িয়ে আছে অন্যপ্রকাশ। অন্যপ্রকাশের এক পাশে ‘হ‌ুমায়ূন কর্নার’। সেখানে ‘বৃষ্টিবিলাস’, ‘একজন মায়াবতী’, ‘শুভ্র’, ‘দেয়াল’, ‘জ্যোৎস্না ও জননীর গল্প’সহ ‘হিমু’ ও ‘মিসির আলী’ সিরিজের বইগুলো দেদার কিনছেন পাঠকেরা।

অন্যপ্রকাশ থেকে হ‌ুমায়ূন আহমেদের বেশ কিছু বই কিনেছেন রায়হান জামিল। কোন বই কিনেছেন জিজ্ঞেস করতেই তিনি বলেন, “‘নন্দিত নরকে”, “রূপার পালঙ্ক”, “শঙ্খনীল কারাগার”, “হিমুর নীল জ্যোৎস্না” কিনেছি।’ হ‌ুমায়ূন আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর লেখা এত সুন্দর আর সহজ যে পড়তে খুবই ভালো লাগে। গল্পের চরিত্রগুলোও খুব আকর্ষণীয়। তাঁর বই অর্ধেক পড়ে রাখা যায় না, পুরোটা এক বসায় শেষ করতে হয়। মেলায় এলে তাঁর একটা বই অবশ্যই কিনি।’

অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাৎ হোসেন বলেন, ‘এখনো মেলায় আসা নতুন পাঠকদের হ‌ুমায়ূন আহমেদের বইয়ের প্রতি একটা মোহ কাজ করে। আমাদের মতোই নতুন প্রজন্মও স্যারের বই পড়েই এগোতে চাচ্ছে। রূপা চরিত্র নিয়ে একটিই বই আছে, সেটি আমাদের এখানে আছে। “হিমুর মধ্য দুপুর’’, “হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম’’, “অমানুষ’’, “তন্দ্রাবিলাশ’’ বইগুলো এখনো পাঠকেরা কিনছেন। তিনি আগে যেমন জনপ্রিয় ছিলেন, এখনো তেমনই আছেন।’

মেলায় গতকাল বুধবার নতুন বই এসেছে ১১৪টি। এর মধ্যে ৪৪টি কবিতা ও ১৩টি করে উপন্যাস ও গল্পের বই রয়েছে। এগুলোর মধ্যে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আবদুল গাফ্‌ফার চৌধুরীর স্মৃতিচারণা ‘বাংলাদেশে সিভিল ও আর্মি ব্যুরোক্রাসির লড়াই’ এবং ড. মোহাম্মদ হান্নানের ‘বাঙালির মুক্তির সংগ্রামের ইতিহাস’, পাঞ্জেরি পাবলিকেশন প্রকাশিত পিয়াস মজিদের কাব্যগ্রন্থ ‘এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়’, অন্যপ্রকাশ প্রকাশিত মৌরি মরিয়মের উপন্যাস ‘অলিন্দ অনলে’ এবং অনুপম প্রকাশনী প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের গণিতবিষয়ক বই ‘কমপ্লেকস সংখ্যা’ উল্লেখযোগ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত