Ajker Patrika

সরিষার ভালো ফলনের সম্ভাবনা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৩
সরিষার ভালো ফলনের সম্ভাবনা

নীল আকাশের নিচে মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুল। চলতি মৌসুমে রাজবাড়ীর পাংশায় সরিষার ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ফলন ও দাম ভালো পাওয়ায় প্রতিবছরই এ উপজেলায় বাড়ছে সরিষার আবাদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাংশায় এ বছর ৪২৫ হেক্টর সরিষা চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১০০ হেক্টর বেশি। নতুন জাতের সরিষা বাড়ি-১৮, দেশি রাইসহ প্রায় সাত জাতের সরিষা চাষ হচ্ছে এ উপজেলায়। বাড়ি-১৮ জাতের সরিষায় প্রতি হেক্টরে দুই মেট্রিক টন ফলন আসবে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সরিষাচাষি রাশিদুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিস থেকে তাঁদের নতুন জাতের বীজ বিনা মূল্যে দিয়েছে। এ বছর ভালো ফলন পাবেন এবং বর্তমানে সরিষা তেলের দাম ও সরিষার দাম বেশি হওয়ায় ভালো দাম পাবেন বলে আশা করেন তিনি।

ইসলাম শেখ নামের আরেক কৃষক বলেন, এ বছর প্রথম নতুন জাতের সরিষা বাড়ি-১৮ চাষ করেছেন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করছেন।

কুদ্দুস প্রামাণিক বলেন, সরিষা চাষে সার, সেচ ও কীটনাশক কম লাগে, নিড়ানির প্রয়োজন হয় না। খরচ কম ও স্বল্প সময় এই ফসল হয়। প্রতি বিঘায় সরিষার ফলন ছয় থেকে সাত মণ পর্যন্ত হয়। সরিষা ঘরে তোলার পর ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, সরকারের প্রণোদনা প্রকল্পের অধীনে কৃষকদের বিনা মূল্যে সার-বীজ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তেমন ক্ষতি না হওয়ায় এবং গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চাষিরা এবারও সরিষা চাষে আগ্রহী হয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও চাষিরা লাভবান হবে।

তিনি আরও জানান, নতুন জাতের সরিষা বাড়ি-১৮ এ বছরই প্রথম চাষ হচ্ছে। এই জাতের সরিষা চাষ করে কৃষকেরা অধিক লাভবান হবেন বলে আশা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত