ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর ঝিনাইদহকে মধ্যম ঝুঁকির জেলা হিসাবে চিহ্নিত করেছে। ইতিমধ্যেই এক নারী ওমিক্রণে আক্রান্ত হয়ে মারাও গেছেন। তবুও সংক্রমণ নিয়ন্ত্রণে যেমন প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না তেমনি স্বাস্থ্যবিধি মানতেও মানুষের মধ্যে দেখা যাচ্ছে না সচেতনতা।
গতকাল শুক্রবার সকালে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, পশু হাট, মাংস ও মাছের হাট ও রাস্তাঘাটে কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্কও ব্যবহার করছে না অধিকাংশ মানুষ। নেই কোথাও হাত ধোয়ার কোনো ব্যবস্থা। শহরের ইজিবাইক, রিকশায় মাস্ক না পরেই একাধিক মানুষ চলাচল করছেন।
পুরোনো হাটখোলায় ছাগল কিনতে আসা হারুন মিয়া বলেন, ‘অভ্যাস নেই তাই মাস্ক না পরেই বাজারে এসেছি। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, তাই আমিও মাস্ক দিইনি।’
এই হাটের ইজারাদার কমিটির সদস্য মিল্টন সরকার জানান, কয়েক দিন হলো সরকার নির্দেশনা দিয়েছে। তাই এখনই করোনার বিধিনিষেধ বাস্তবায়ন হয়নি। বিকেলে পৌর এলাকায় কমিটির বৈঠক আছে। সেখান থেকে হয়তো পশুহাট কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে।
অপর দিকে নতুন হাটখোলা বাজারের মাংস বিক্রেতা ইসমাইল বলেন, ‘মাস্ক মুখে না দিলে করোনা হতে পারে জানি। কিন্তু মাস্ক মুখে দিয়ে বেচা বিক্রি করতে কষ্ট হয়। তাই আর মাস্ক দিই না।’
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে সিভিল সার্জন ডা. শুভ্রা রানি দেবনাথসহ ৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ২২২টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। যেখানে আক্রান্তের হার ৪৩.৮৫ শতাংশ।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন নাহার জানান, সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে। এমন পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
এ বিষয়য়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। তবে শহরের বাজারগুলো ভ্রাম্যমাণ আদালতের টিম পাঠানো হবে বলেও জানান তিনি।
ঝিনাইদহে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর ঝিনাইদহকে মধ্যম ঝুঁকির জেলা হিসাবে চিহ্নিত করেছে। ইতিমধ্যেই এক নারী ওমিক্রণে আক্রান্ত হয়ে মারাও গেছেন। তবুও সংক্রমণ নিয়ন্ত্রণে যেমন প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না তেমনি স্বাস্থ্যবিধি মানতেও মানুষের মধ্যে দেখা যাচ্ছে না সচেতনতা।
গতকাল শুক্রবার সকালে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, পশু হাট, মাংস ও মাছের হাট ও রাস্তাঘাটে কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্কও ব্যবহার করছে না অধিকাংশ মানুষ। নেই কোথাও হাত ধোয়ার কোনো ব্যবস্থা। শহরের ইজিবাইক, রিকশায় মাস্ক না পরেই একাধিক মানুষ চলাচল করছেন।
পুরোনো হাটখোলায় ছাগল কিনতে আসা হারুন মিয়া বলেন, ‘অভ্যাস নেই তাই মাস্ক না পরেই বাজারে এসেছি। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, তাই আমিও মাস্ক দিইনি।’
এই হাটের ইজারাদার কমিটির সদস্য মিল্টন সরকার জানান, কয়েক দিন হলো সরকার নির্দেশনা দিয়েছে। তাই এখনই করোনার বিধিনিষেধ বাস্তবায়ন হয়নি। বিকেলে পৌর এলাকায় কমিটির বৈঠক আছে। সেখান থেকে হয়তো পশুহাট কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে।
অপর দিকে নতুন হাটখোলা বাজারের মাংস বিক্রেতা ইসমাইল বলেন, ‘মাস্ক মুখে না দিলে করোনা হতে পারে জানি। কিন্তু মাস্ক মুখে দিয়ে বেচা বিক্রি করতে কষ্ট হয়। তাই আর মাস্ক দিই না।’
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে সিভিল সার্জন ডা. শুভ্রা রানি দেবনাথসহ ৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ২২২টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। যেখানে আক্রান্তের হার ৪৩.৮৫ শতাংশ।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন নাহার জানান, সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে। এমন পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
এ বিষয়য়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। তবে শহরের বাজারগুলো ভ্রাম্যমাণ আদালতের টিম পাঠানো হবে বলেও জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪