Ajker Patrika

গলায় ছুরিকাঘাত করে যুবকের টাকা ছিনতাই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ১৬
গলায় ছুরিকাঘাত করে যুবকের টাকা ছিনতাই

কক্সবাজারের চকরিয়ায় গলায় ছুরিকাঘাত করে শামিম (২২) নামের এক যুবকের টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত শুক্রবার সন্ধ্যায় চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। শামিম খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরং ইউনিয়নের ছবির উদ্দিনের ছেলে।

আহত শামীমের বড় ভাই নুরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে ছোট ভাই শামীম খাগড়াছড়ি থেকে লামায় আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চকরিয়া বাসটার্মিনাল এলাকায় তাঁকে ছিনতাইকারীরা ছুরি দিয়ে গলা কেটে পকেটে থাকা ৩০০ টাকা নিয়ে যান।’

নুরুল ইসলাম আজকের পত্রিকাকে আরও বলেন, ‘খবর পাওয়ার পর আমরা লামা থেকে এসে হাসপাতালে গিয়ে তাঁকে শনাক্ত করি। তার গলায় ছুরি দিয়ে কাটার বেশ কয়েকটি চিহ্ন রয়েছে। আঘাত গুরুতর হওয়ায় শামীম কথা বলতে পারছে না। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. নাজেম উদ্দিন বলেন, ‘আহত অবস্থায় স্থানীয় লোকজন শামীমকে হাসপাতালে আনেন। তাঁর গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হওয়ার ঘটনা কেউ থানায় অবহিত করেনি। বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত