Ajker Patrika

অপহরণের ঘটনায় গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩০
অপহরণের ঘটনায় গ্রেপ্তার

রাঙামাটির রাজস্থলী থেকে ব্যবসায়ী নুরুল আলম (৩৫) অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আব্দুস সালাম (৬০) নামের একজন গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা-পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যে এলাকার জঙ্গল থেকে এক নলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুস সালাম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরের খিল জঙ্গল এলাকার নজির আহমদের ছেলে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজস্থলীর বাঙ্গালহালিয়ার ধলিয়া মুসলিমপাড়া থেকে ব্যবসায়ী নুরুল আলমকে অপহরণ করে ১০-১২ জনের সশস্ত্র দল। পরে গত ১৪ সেপ্টেম্বর অপহরণের ৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে নুরুল আলমকে উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানা সূত্র জানায়, গত ১৮ দিন আগে আব্দুস সালামসহ কয়েকজন মিলে ব্যবসায়ী নুরুল আলমকে (৩৫) অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করের হয়। ঘটনার নেপথ্য নায়ক ছিল আব্দুস সালাম।

এ ঘটনায় নুরুল আলমের ভাই মো. কুতুব উদ্দিন গত ১২ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আসামি করে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, রাঙ্গুনিয়ার এমদাদ এ ঘটনায় জড়িত। এমদাদ পদুয়ার ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের আব্দুল নবীর ছেলে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তি নুরুল আলম অপহরণ ঘটনার মূল হোতা। তাঁকে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত