Ajker Patrika

গ্যাস সংযোগ নিয়ে দুই প্রার্থীর বাক্‌যুদ্ধ

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭: ০৭
গ্যাস সংযোগ নিয়ে দুই প্রার্থীর বাক্‌যুদ্ধ

কলাগাছিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বলছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে। তবে প্রতিপক্ষ লাঙ্গলের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের দাবি, সরকার যেখানে বৈধ সংযোগ দিচ্ছে না সেখানে তাঁর এই বক্তব্য মিথ্যা আশ্বাস ছাড়া কিছুই নয়। তিনি বলেন, গ্যাস দিতে পারবেন, কিন্তু তা হতে হবে বৈধ লাইন।

দুই চেয়ারম্যান প্রার্থীর গ্যাস নিয়ে মন্তব্য এবং পাল্টা মন্তব্যে নির্বাচনী আবহ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস অনেক আগে থেকে পেলেও তার বাস্তবতা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন প্রধান তিতাস গ্যাসের সিবিএ সভাপতি হওয়ায় এবারের নির্বাচনে কলাগাছিয়ায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি সামনে আনছেন তিনি। ১৪ অক্টোবর ধামগড়ে এক উঠান সভায় বলেন, ‘এখানকার মা-বোনেরা গ্যাসের সমস্যার কথা জানিয়েছেন। বিশেষ করে ফরাজিকান্দা, ঘারমোড়া, চুনাভুরা, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়াম নিশং, মহনপুর, সুচিয়ারবন্দ এলাকায় গ্যাস থাকছে না। আমি এই ব্যাপারে ঢাকায় কয়েকটি মিটিং করেছি। মন্ত্রী আশ্বাস দিয়েছেন অচিরেই গ্যাস সমস্যার সমাধান করা হবে।’

তার জবাবে ১৫ অক্টোবর ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান বলেন, ‘নির্বাচনের আগে যদি আপনি গ্যাস দিতে পারেন তাইলে আমি নির্বাচন করব না। নির্বাচন ছেড়ে দিয়ে বসে পড়ব। বৈধ গ্যাস দিতে হবে, অবৈধ দেওয়া যাবে না। আমাদের মায়ের হাতে চুলার কালি দেখতে চাই না। যদি না পারেন তাহলে অযথা মিথ্যা আশ্বাস কাউকে দেবেন না।’

দেলোয়ার হোসেন আরও বলেন, ‘নাসিম ওসমানের আমলে আমরা কয়েকটা লাইন পাইছিলাম। আমি মাঝখানে গেলাম দুবাই। সেই সময়ে তিতাস আইসা গ্যাসের লাইন কাইটা দিল। আপনি তো নেতা, আপনি তখন তো এই লাইন রক্ষা করতে আসলেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত