Ajker Patrika

প্রথম দেখাতেই এক লাখ টাকা নিতেন ভুয়া সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩: ১২
প্রথম দেখাতেই এক লাখ টাকা নিতেন ভুয়া সচিব

দামি গাড়িতে লাগানো থাকত জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার। দেহরক্ষী সবার হাতে ওয়াকিটকি। গুলশান-১ নম্বর সেকশনের জব্বার টাওয়ারে মাসিক ৫ লাখ টাকা ভাড়ায় আলিশান এক অফিস তাঁর। এসএসসি পাস না-করা এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন অতিরিক্ত সচিব হিসেবে। যেকোনো কাজের তদবিরের জন্য তাঁর সঙ্গে দেখা করতেই গুনতে হতো ১ লাখ টাকা। ভুয়া পদবি ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

হাফিজ জানান, গত বৃহস্পতিবার রাতে গুলশান-১ নম্বরে জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে সততা প্রোপার্টিজ লিমিটেডের এমডি আব্দুল কাদের, চেয়ারম্যান শারমিন আক্তার ছোঁয়াসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এনএসআইয়ের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ডিবির গুলশান বিভাগ। গ্রেপ্তার অন্য দুজন হলেন শহিদুল আলম ও আনিসুর রহমান। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি, অতিরিক্ত সচিবের আইডি কার্ড, ওয়ার্ক অর্ডারের ডকুমেন্ট, ভিজিটিং কার্ডসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। আব্দুল কাদেরের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র মামলা ও তেজগাঁও থানায় প্রতারণার মামলা করেছে পুলিশ।

এদিকে আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ধনকুবের মুসা বিন শমসেরকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে হাজির হতে শনিবার চিঠি দিয়েছে পুলিশ। ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসেরের নানা রকম ব্যবসায়িক চুক্তিপত্রসহ নানা তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তাঁর বাবা ছিলেন মাঝি। ১৪ বছর ধরে তিনি প্রতারণার মাধ্যমে অঢেল সম্পত্তি বানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার জানান, ঢাকা ট্রেড করপোরেশন, জমিদার ট্রেডিং, সামীন এন্টারপ্রাইজ, চৌধুরী গ্রুপ, হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন, সততা প্রোপার্টিজ, ডানা লজিস্টিকস, ডানা মোটরসহ নামসর্বস্ব কয়েকটি কোম্পানি বানিয়ে প্রতারণা করছিলেন কাদের।

জয়নাল আবেদিন নামে এক ভুক্তভোগী বলেন, ‘কাদেরের সঙ্গে দেখা করতে ১৫ হাজার টাকা দিয়ে আমি একটি ফর্ম পূরণ করেছিলাম। এরপর লোন নেওয়ার জন্য “প্রোফাইল মেকিং চার্জ” নামে আরও ৫ লাখ টাকা চাইলে ২ লাখ টাকা দিই। ২০ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার জন্য লোনের ১ শতাংশ টাকা অগ্রিম চান। অনুরোধ করে আমি ১০ লাখ টাকা দিই। এরপর ঋণ তো পাইনি, উল্টো টাকাটাও আর ফেরত পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত