নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদরের কুন্দপুকুর মাজার কবরস্থানের ১৬ কবর থেকে কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
তাঁরা জানান, সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর মাজারের কবরস্থানে গত বুধবার সকালে ১৬টি কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পান। এসব কবরে দাফনের কাপড় দেখা গেলেও কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কুন্দপুকুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ভাটাশ্রমিক আশরাফুল হক বলেন, ‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোঁড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম শেয়াল খুঁড়েছে। পরে দেখতে পাই আরও কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে অনেকেই ছুটে এসে দেখেন কবর খোঁড়া।’
দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম বলেন, ‘এক বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাতিজি আরিফা (১২) মারা গেলে তাকে এখানে কবর দেওয়া হয়। বুধবার সকালে কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি কবরটির মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু তার কঙ্কাল নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’
একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮) বলেন, ‘সকালে এসে ১৭টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পাই। এসব কবরের বয়স দেড় থেকে দুই বছরের হবে। আমার বড় ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাইনি। ’
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এর সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছে। মাজার কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে, সেটি না দেখে বলা অসম্ভব।’
মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নীলফামারী সদর থানার ওসি মো. আব্দুর রউপ বলেন, ‘সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন।
নীলফামারী সদরের কুন্দপুকুর মাজার কবরস্থানের ১৬ কবর থেকে কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
তাঁরা জানান, সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর মাজারের কবরস্থানে গত বুধবার সকালে ১৬টি কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পান। এসব কবরে দাফনের কাপড় দেখা গেলেও কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কুন্দপুকুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ভাটাশ্রমিক আশরাফুল হক বলেন, ‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোঁড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম শেয়াল খুঁড়েছে। পরে দেখতে পাই আরও কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে অনেকেই ছুটে এসে দেখেন কবর খোঁড়া।’
দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম বলেন, ‘এক বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাতিজি আরিফা (১২) মারা গেলে তাকে এখানে কবর দেওয়া হয়। বুধবার সকালে কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি কবরটির মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু তার কঙ্কাল নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’
একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮) বলেন, ‘সকালে এসে ১৭টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পাই। এসব কবরের বয়স দেড় থেকে দুই বছরের হবে। আমার বড় ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাইনি। ’
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এর সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছে। মাজার কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে, সেটি না দেখে বলা অসম্ভব।’
মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নীলফামারী সদর থানার ওসি মো. আব্দুর রউপ বলেন, ‘সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪