Ajker Patrika

ফতুল্লার বিসিকে শ্রমিক অসন্তোষ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০: ১৮
ফতুল্লার বিসিকে শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা গার্মেন্টস কারখানার ভেতর ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।

গতকাল শনিবার সকালে ফতুল্লার বিসিক এলাকায় অবস্থিত ক্রোনি গ্রুপের টেক্স সোয়েটার কারখানায় ওই ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কারখানার ৪০ জন শ্রমিক ছাঁটাই করার নোটিশ দেখে কর্মরতদের মাঝে উত্তেজনা শুরু হয়। পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে কারখানার ভেতরে ভাঙচুর চালান।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ বলেন, ‘শ্রমিকেরা সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত