Ajker Patrika

পাখিদের জন্য ‘অভয়ারণ্য’

পল্লব আহমেদ সিয়াম, ইবি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৩০
পাখিদের জন্য ‘অভয়ারণ্য’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের হাত ধরে গড়ে ওঠা সংগঠন ‘অভয়ারণ্য’। সংগঠনটির প্রধান কাজ হলো পাখির নিরাপদ আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করা। একদল প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীর হাত ধরে এ সংগঠনের যাত্রা শুরু।

এক সময় দেশের অধিকাংশ মানুষের ঘুম ভাঙত পাখির কিচিরমিচির শব্দে। এখন তা শুনতে যেতে হয় গহিন অরণ্যে। সচরাচর এখন আর শোনা যায় না পাখিদের সেই মধুর ডাক। নগরায়ণের এই যুগে প্রায়ই ঘটছে বন উজাড়ের ঘটনা। বন উজাড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখ-পাখালি। এতে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্রে চলে যাচ্ছে পাখিগুলো।

তবে পাখিদের বিপন্ন জীবনে কিছুটা হলেও স্বস্তি দিতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠন ‘অভয়ারণ্য’। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে পাখিদের জন্য নিরাপদ বাসস্থান তৈরি ও খাদ্য সহায়তা করছে। পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে ইতিমধ্যে গাছের ডালে ডালে ৬০টি পাখির বাসযোগ্য মাটির মটকা লাগিয়েছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, লেকের ধারে, আমতলা ও প্রকৌশল ভবনসহ বেশ কয়েক জায়গায় গাছে হাঁড়ি স্থাপন করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সর্বত্র হাঁড়ি স্থাপন করা হবে বলে জানান সংগঠনটির সদস্যরা। নবীন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

‘অভয়ারণ্য’র সদস্যরা ক্যাম্পাসে আবর্জনা হিসেবে পরে থাকা বিভিন্ন নষ্ট প্লাস্টিক বোতল ও পণ্য ব্যবহার করে পাখিদের খাদ্যের পাত্র হিসেবে ব্যবহার করছেন। পাত্রতে খাবার দিয়ে রাখেন পরিমাণ মতো। এ কাজে তাঁদের অর্থের জোগান আসছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে। হলের রুমে রুমে গিয়ে টাকা তুলে আনে সদস্যরা। শ্রম দিয়ে কাজগুলো গুছিয়ে আনেন সংগঠনটির সদস্যরাই।

সংগঠনটির সভাপতি এখতিয়ার ফেরদৌস ইমন বলেন, ‘অভয়ারণ্য’ নিঃস্বার্থভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবলা প্রাণীদের সুরক্ষায় কাজ করে যাবে। পাশাপাশি এই কাজকে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমরা সারা দেশে পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে পারব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘নবীন শিক্ষার্থীদের এসব দেখে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। হারিয়ে যাওয়া পাখিদের ফিরে পাব আমরা। ক্যাম্পাস হবে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত