Ajker Patrika

ভোট বেচাকেনা ঠেকাতে রাত জেগে পাহারা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪: ০১
ভোট বেচাকেনা ঠেকাতে রাত জেগে পাহারা

ঝিনাইদহের শৈলকুপার ১২টি ও হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ আগামীকাল। এদিকে এ দুই উপজেলার প্রার্থীর সমর্থকদের গত সোমবার থেকে রাত জেগে ভোট পাহারা দিতে দেখা গেছে। যাতে ভোট কেনাবেচা করতে না পারেন।

সোমবার রাতে এ দুই উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় দেখা যায়, প্রার্থীর সমর্থকেরা রাস্তার পাশে, বাড়ির পেছনে দাঁড়িয়ে আছেন। তাঁরা কোনো গাড়ি বা অপরিচিত মানুষ দেখলেই থামিয়ে নানা প্রশ্ন করছেন।

জানা গেছে, শৈলকুপায় ১১২ ও হরিণাকুণ্ডুতে ৮২টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এসব কেন্দ্রের ৮০ ভাগ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। কারণ তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় ভোটের প্রচারকে কেন্দ্র করে শৈলকুপায় দুই হত্যার ঘটনাসহ পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রাত জেগে ভোট পাহারা দেওয়া হচ্ছে কেন এমন প্রশ্নে প্রার্থীদের সমর্থকেরা বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের পরও ঝিনাইদহের শৈলকুপায় সাংসদ মো. আব্দুল হাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করেন। এর ফলে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছে। এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে শৈলকুপায়। তাই শেষ মুহূর্তে কেউ যেন ভোটারদের টাকার লোভ বা ভয়ভীতি দেখিয়ে স্বার্থ উদ্ধার করতে না পারে সে জন্যই এ পাহারা।

নাম প্রকাশে অনিচ্ছুক হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলার কয়েকজন চেয়ারম্যান প্রার্থী বলেন, রাতের আঁধারে টাকা দিয়ে কেউ যেন ভোট কেনাবেচা করতে না পারে, এ জন্য কর্মী সমর্থকেরা পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, তফসিল ঘোষণার পর থেকে ওই দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। ভোটের প্রচারকে কেন্দ্র করে দুজন খুনের পর তা আরও অবনতি ঘটে। তবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত