Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুই লাখ টন চাল-গম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে  দুই লাখ টন চাল-গম

সরকারি খাতে কেনা ১২ লাখ টন চাল ও গম দেশে আসতে শুরু করেছে। তিনটি জাহাজে ইতিমধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮৩৮ টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। অন্যদিকে ভারত থেকে একটি জাহাজে ২৯ হাজার ৯৮ টন চাল বন্দরে পৌঁছেছে।

চারটি জাহাজে আমদানি করা ১ লাখ ৮৬ হাজার ৯৩৬ টন চাল ও গম খালাসের কাজ চলছে। গত সোমবার বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, এমভি লিয়া ও এমভি সিলাক-২ থেকে গম ও এমভি ভিয়েট থুন নামের আরেকটি জাহাজ থেকে চাল খালাসের কাজ চলছে। অন্যদিকে এমভি এলসিয়াস এস ৩১ হাজার ৫০০ টন গম চট্টগ্রাম বন্দরে খালাস শেষে বাকি ২১ হাজার টন গম নিয়ে মোংলা বন্দরে গেছে। সেখানে গমগুলো খালাস চলছে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে পাঁচ লাখ টন চাল ও সাত লাখ টন গম কেনা হবে। এর মধ্যে পাঁচ লাখ টন জি টু জির মাধ্যমে রাশিয়া থেকে কেনা হবে। দুই লাখ টন গম আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাজার থেকে কেনা হবে।

সরকারি খাতের কেনা গমের চালানের অংশ হিসেবে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি এলসিয়াস এস নামের জাহাজটি ২০ সেপ্টেম্বর প্রথম চট্টগ্রাম বন্দরে পৌঁছে। ১১ অক্টোবর পর্যন্ত এই জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ টন গম চট্টগ্রামের সাইলো জেটিতে খালাস হয়। ২১ হাজার টন মোংলা বন্দরে খালাস চলছে।

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ বিভাগের উপনিয়ন্ত্রক সুনীল দত্ত বলেন, দেশে আর চাল-গম, আটা-ময়দার সংকট হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত