Ajker Patrika

ওটিটিতে পরীমণির ‘পাফ ড্যাডি’

ওটিটিতে পরীমণির ‘পাফ ড্যাডি’

তিন বছর আগে ‘পাফ ড্যাডি’ সিনেমার শুটিং শেষ করেছিলেন পরীমণি। বাকি ছিল ডাবিংয়ের কাজ। সম্প্রতি শেষ করেছেন ডাবিং। কয়েক দিন আগে সেই আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরী। মা হওয়ার পর এই ওয়েব ফিল্মের ডাবিং দিয়েই কাজে ফিরেছেন তিনি।

২০২০ সালে যখন পাফ ড্যাডির কাজ শুরু হয়েছিল তখন বলা হয়েছিল, এটি ৭ পর্বের ওয়েব সিরিজ। পরে সিনেমা হিসেবেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদল হয়েছে নির্মাতার নামও। পাফ ড্যাডি শুরু করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কিছু অংশ শুটিং করার পর তিনি সরে দাঁড়ালে কাজটি যৌথভাবে শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। পরীমণি ছাড়াও এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ প্রমুখ।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, আজাদ আবুল কালামকে। তিনি একটি কালো চশমা পরে আছেন। আর চশমার দুই গ্লাসে ভেসে উঠেছে দুটি মুখ। একটি পরীমণির, অন্যটি সজলের।

ফার্স্টলুকটি শেয়ার করে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি? আসছে নতুন ওয়েব ফিল্ম পাফ ড্যাডি।’ শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি দেওয়া হবে পাফ ড্যাডি সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত