ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় অনুমোদনহীন ভোজ্যতেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হলেও তদারকির ব্যবস্থা অপ্রতুল বলে অভিযোগ ক্রেতাদের। তবে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। এ বিষয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
জানা যায়, উপজেলার হাটবাজারগুলোতে ৫০০ মিলিলিটার তেলের বোতলে ৪২০ মিলি, ১ লিটারের বোতলে ৮০০ মিলি ও ২ লিটারের বোতলে ১ হাজার ৭০০ মিলিলিটার করে তেল বিক্রি করা হয়। লিটারের পরিবর্তে মিলিলিটার লেখার নিয়ম না থাকলেও কিছু কোম্পানি ১ লিটার বোতলের গায়ে ৯০০ মিলি স্টিকার লাগিয়ে বাজারজাত করছে। এসব তেলের বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও বোতলের গায়ে সংস্থার স্টিকার লাগানো আছে।
সূত্রমতে, বগুড়া, নীলফামারীসহ পঞ্চগড় জেলার গ্রামাঞ্চলে এসব তেলের কারখানা। ‘ভাই-বোন এন্টারপ্রাইজ’ নামের এমনই একটি কোম্পানি গড়ে উঠেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাঝগ্রামে। এ কোম্পানি স্টার ও পাইলট নামে সয়াবিন ও পাম অয়েল বিক্রি করে।
কোম্পানিটির মালিক ইউসুফ আলী জানান, ‘বিএসটিআইয়ের অনুমোদন নেই। তবে লাইসেন্সের জন্য আবেদন করেছি। এখন পরীক্ষামূলকভাবে বাজারজাত করছি।’ বাজার থেকে খোলা তেল কিনে বাড়িতেই বোতলজাত করেন বলে জানান তিনি।
একই পদ্ধতিতে বাজারজাত করছে মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ নাইচ, চমক ও চয়েস নামে সয়াবিন ও পাম তেল। ইসলাম অ্যান্ড ব্রাদার্সের রূপসা ও রূপসা গোল্ড।
প্যারেন্টস অয়েল কোম্পানির পরিচালক ইব্রাহিম আজিজ বলেন, ‘পাইকারি ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্যই পরিমাণে তেল কম করে আমরা বোতল প্যাক করছি। বোতলে তেল কম না দিলে তারা তেল নিতে চায় না। আমাদের কাছে পরিমাণ অনুযায়ী তারা কম দামে নেয়, কিন্তু বিক্রির সময় তারা বাজার দামে বিক্রি করে বেশি মুনাফা করে। এটা দেখার দায়িত্ব প্রশাসনের।’
নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, বোতলের গায়ে লিটারের জায়গায় মিলিলিটার লেখার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে কাজ করছি। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। সামনে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
নীলফামারীর ডিমলায় অনুমোদনহীন ভোজ্যতেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হলেও তদারকির ব্যবস্থা অপ্রতুল বলে অভিযোগ ক্রেতাদের। তবে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। এ বিষয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
জানা যায়, উপজেলার হাটবাজারগুলোতে ৫০০ মিলিলিটার তেলের বোতলে ৪২০ মিলি, ১ লিটারের বোতলে ৮০০ মিলি ও ২ লিটারের বোতলে ১ হাজার ৭০০ মিলিলিটার করে তেল বিক্রি করা হয়। লিটারের পরিবর্তে মিলিলিটার লেখার নিয়ম না থাকলেও কিছু কোম্পানি ১ লিটার বোতলের গায়ে ৯০০ মিলি স্টিকার লাগিয়ে বাজারজাত করছে। এসব তেলের বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও বোতলের গায়ে সংস্থার স্টিকার লাগানো আছে।
সূত্রমতে, বগুড়া, নীলফামারীসহ পঞ্চগড় জেলার গ্রামাঞ্চলে এসব তেলের কারখানা। ‘ভাই-বোন এন্টারপ্রাইজ’ নামের এমনই একটি কোম্পানি গড়ে উঠেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাঝগ্রামে। এ কোম্পানি স্টার ও পাইলট নামে সয়াবিন ও পাম অয়েল বিক্রি করে।
কোম্পানিটির মালিক ইউসুফ আলী জানান, ‘বিএসটিআইয়ের অনুমোদন নেই। তবে লাইসেন্সের জন্য আবেদন করেছি। এখন পরীক্ষামূলকভাবে বাজারজাত করছি।’ বাজার থেকে খোলা তেল কিনে বাড়িতেই বোতলজাত করেন বলে জানান তিনি।
একই পদ্ধতিতে বাজারজাত করছে মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ নাইচ, চমক ও চয়েস নামে সয়াবিন ও পাম তেল। ইসলাম অ্যান্ড ব্রাদার্সের রূপসা ও রূপসা গোল্ড।
প্যারেন্টস অয়েল কোম্পানির পরিচালক ইব্রাহিম আজিজ বলেন, ‘পাইকারি ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্যই পরিমাণে তেল কম করে আমরা বোতল প্যাক করছি। বোতলে তেল কম না দিলে তারা তেল নিতে চায় না। আমাদের কাছে পরিমাণ অনুযায়ী তারা কম দামে নেয়, কিন্তু বিক্রির সময় তারা বাজার দামে বিক্রি করে বেশি মুনাফা করে। এটা দেখার দায়িত্ব প্রশাসনের।’
নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, বোতলের গায়ে লিটারের জায়গায় মিলিলিটার লেখার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে কাজ করছি। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। সামনে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪