Ajker Patrika

নৌকার অফিসে আগুন প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৮
নৌকার অফিসে আগুন প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার ভোরে ইউনিয়নের চরশুল্লকিয়া খাসেরহাট বাজারের ওই ঘটনায় সকালে ওই স্থানেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মানববন্ধন করা হয়।

হামলার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাঁর সমর্থকদের দায়ী করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে দলের বিদ্রোহী প্রার্থী বলেছেন, পরাজিত হবে জেনে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর লোকজনই এই কাজ করে তাঁর ওপর দোষ চাপাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন নৌকার প্রার্থী আবদুজ জাহের, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া খোকন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান রুবেল প্রমুখ।

নৌকার প্রার্থী আবদুজ জাহের অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী (আওয়ামী লীগের বিদ্রোহী) আনারস প্রতীকের প্রার্থী মো. বেলাল হোসেন প্রতীক বরাদ্দের পর থেকে আমার লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। খাসেরহাট বাজারের দুটি স্থানে নির্বাচনী অফিস নেওয়ার চেষ্টা করলে বেলালের লোকজনের হুমকিতে তা নেওয়া সম্ভব হয়নি। পরে বাজারের পাশে এক স্থানে অস্থায়ী কার্যালয় তৈরি করে নৌকার প্রচারণা চালাচ্ছিল আমার লোকজন। কিন্তু আজ (গতকাল) ভোরে বাজারে কেউ না থাকার সুযোগে বেলালের লোকজন অকটেন দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। বিষয়টি সদর থানা-পুলিশকে জানানো হয়েছে।’

তবে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. বেলাল হোসেন বলেন, ‘ভোটের মাঠে আমার জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থীর লোকজন নিজেদের অফিসে নিজেরা আগুন দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করছে।’ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত