Ajker Patrika

এবার গল্পেরও সমাপ্তি

আপডেট : ০৫ জুন ২০২২, ০৯: ২২
এবার গল্পেরও সমাপ্তি

জীবনের শেষ দিন পর্যন্ত ‘মন মানে না’ সিরিয়ালের মুখ্য চরিত্র গৌরী হয়ে পর্দায় ছিলেন পল্লবী দে। গত ১৫ মে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর মাথায় হাত উঠেছিল ‘মন মানে না’র নির্মাতাদের। সিরিয়ালের গল্প প্রায় শেষের দিকেই ছিল। এমন পরিস্থিতিতে অভিনেত্রীর মৃত্যুর সংবাদ সব হিসাব উল্টে দেয়।

গৌরী চরিত্রে পল্লবীর বদলে নতুন কোনো মুখ আনা হবে কি না, সেটি নিয়ে জল্পনা ছিল। কিন্তু নতুন মুখ আনার ব্যাপারে দোলাচলে ভুগছিলেন সিরিয়ালটির নির্মাতারা। কারণ পল্লবীর মৃত্যুর পর নতুন কোনো অভিনেত্রীকে কীভাবে নেবে দর্শক, ভাবনায় ছিল সেটাও। সব দিক বিবেচনা করে তাই বাস্তবের মতো গল্পেও মৃত্যু হয়েছে গৌরী চরিত্রের।

আগে কথা ছিল রুদ্র-গৌরীর মিলনে ধারাবাহিকের সমাপ্তি হবে। তবে নতুন চিত্রনাট্য অনুযায়ী, গৌরীকে হত্যা করা হয়েছে। রুদ্র মনে করে, এ ঘটনার পেছনে রয়েছে বড়মার হাত। তার দিকেই অভিযোগের আঙুল তুলবে সে। সূর্যকান্তর কাছ থেকে সত্য জানতে পারবে রুদ্র—বড়মাই তার আসল মা। সব শেষে দেখা যাবে, আকন্দপুরের নতুন বিধায়ক হয়েছে রুদ্র। গৌরীর মৃত্যুর পর তার জীবনের অধরা স্বপ্নগুলো পূরণ করবে সে।

গৌরী চরিত্রের সমাপ্তির পর অবশেষে শেষ হচ্ছে সিরিয়ালটিও। জানা গেছে, আজই কালারস বাংলায় প্রচারিত হবে ‘মন মানে না’র শেষ পর্ব। আগামীকাল থেকে একই সময়ে প্রচারিত হবে নতুন সিরিয়াল ‘তুমিই যে আমার মা’।

সিরিয়াল: মন মানে না
চ্যানেল: কালারস বাংলা
অভিনয়: পল্লবী দে, সাম ভট্টাচার্য, অঞ্জনা বসু
প্রচার: রাত ৯টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত