Ajker Patrika

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আপস চায় না বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৩০
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আপস চায় না বিএনপি

বিদেশে চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে—সরকারের পক্ষ থেকে এমন পরামর্শ এলেও তাতে নারাজ বিএনপি। দলটির নীতিনির্ধারকেরা বলছেন, কোনো আপস নয়। আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন তাঁরা।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে দেশের বাইরে বিশেষ চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে সরকারের অনুমোদন না-পাওয়ায় সেটা সম্ভব হয়নি। এ অবস্থায় খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিএনপির চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে আসছে সমমনা দলগুলোও।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ। এতটাই অসুস্থ যে, আপনাদের কাছে তা বর্ণনা করে বোঝাতে পারব না। চিকিৎসকেরা বলেছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্রের স্বার্থে এবং জাতির স্বার্থে খালেদা জিয়া কোনো দিন আপস করেননি। নিজে বাঁচার জন্যও তিনি কোনো দিন আপস করবেন না।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে গয়েশ্বর বলেন, ‘মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। সরকারের উচ্ছিষ্ট খাওয়া দলগুলো বাদে অন্য দলগুলোকে নিয়ে একটা বড় আন্দোলনের রূপরেখা অনেক আগেই তৈরি করা হয়েছে। তবে এখনই এটা প্রকাশ করার সময় নয় বলেও জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবে এনডিপির আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) শুধু বেগম জিয়ার চিকিৎসার জন্য কথা বলেন। কিন্তু দেশের সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে কথা বলেন না। পুরো মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হলে এই সরকারকে হটানো ছাড়া উপায় নাই।’

অনুষ্ঠানে গণ-অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেন, খালেদা জিয়াকে ধীরে ধীরে হত্যার দিকে নিয়ে যাচ্ছে সরকার। তাঁর শরীরে সরকার স্লো পয়জন বা এমন কিছু করেছে, যেটা বিদেশে নিলে বের হয়ে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত