Ajker Patrika

স্কুলে ভর্তি: অনলাইনে আবেদন শুরু ১৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২: ৪৪
স্কুলে ভর্তি: অনলাইনে আবেদন শুরু ১৬ নভেম্বর

২০২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে ভর্তির জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৬ নভেম্বর। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের ভর্তিবিষয়ক প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

মাউশির মাধ্যমিক শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তির আবেদনপ্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভর্তিবিষয়ক প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী অনুযায়ী, এবার অনলাইনে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ১১০ টাকা, যা রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। আর লটারির ফল প্রকাশ করা হবে সরকারি স্কুলে ১০ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ১৩ ডিসেম্বর।

জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ভর্তি-বাণিজ্য ও অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। আগামী শিক্ষাবর্ষেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কবে নাগাদ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমন প্রশ্নে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে খুব শিগগির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা যায়, সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি এবং সরকারি ৪০৫টি সরকারি স্কুলে আসনসংখ্যা ৮০ হাজার ৯১টি।

করোনা মহামারির কারণে ২০২১ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়া হতো। নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত