Ajker Patrika

কিশোরী বয়সে হারানো বোন ফিরল ২২ বছর পর

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ০৪
কিশোরী বয়সে হারানো বোন ফিরল ২২ বছর পর

নিখোঁজের ২২ বছর পর পরিবারে ফিরলেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ফারজানা আক্তার (ছদ্মনাম)। গত সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে র‍্যাব।

হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাই মো. শাহীন (ছদ্মনাম)। তিনি বলেন, ‘বোনকে ফিরে পেয়ে আমি ও আমার পরিবারের প্রত্যেক সদস্য অনেক খুশি।’

জানা গেছে, নিজ বাড়ি থেকে ২০০০ সালে ঘুরতে বের হন ১৪ বছরের কিশোরী ফারজানা আক্তার। একপর্যায়ে নিজের বাড়ির রাস্তা হারিয়ে পেলেন। পড়াশোনা না জানায় এবং ঠিকমতো ঠিকানা বলতে না পারায় আর বাড়ি ফিরে আসতে পারেননি ফারজানা। তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাঁর সন্ধান পাননি।

নিখোঁজ ফারজানা মারা গেছেন অথবা পাচার হয়ে গেছেন-এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেননি তাঁর পরিবার। এদিকে হারিয়ে যাওয়া ফারজানা বেঁচে থাকার আশায় এক ব্যক্তির মাধ্যমে অন্যের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন। এত বছর ধরে তিনি রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীতে বিভিন্ন বাসায় গৃহ পরিচালিকার কাজ করতে থাকেন।

অন্যদিকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে তাকে খুঁজতে থাকেন। কিছুদিন আগে ফারজানার ভাইয়ের কাছে খবর আসে তাঁর বোনের মতো দেখতে এক নারী নোয়াখালীর সোনাপুর এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শহিদ উল্লাহ। পরে গত সোমবার র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে সাধারণ ডায়েরিসহ হাজির হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ফারজানার পরিবারের লোকদের নিয়ে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে ফারজানা আক্তারকে উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফারজানাকে উদ্ধার করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত