নোয়াখালী প্রতিনিধি
নিখোঁজের ২২ বছর পর পরিবারে ফিরলেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ফারজানা আক্তার (ছদ্মনাম)। গত সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে র্যাব।
হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাই মো. শাহীন (ছদ্মনাম)। তিনি বলেন, ‘বোনকে ফিরে পেয়ে আমি ও আমার পরিবারের প্রত্যেক সদস্য অনেক খুশি।’
জানা গেছে, নিজ বাড়ি থেকে ২০০০ সালে ঘুরতে বের হন ১৪ বছরের কিশোরী ফারজানা আক্তার। একপর্যায়ে নিজের বাড়ির রাস্তা হারিয়ে পেলেন। পড়াশোনা না জানায় এবং ঠিকমতো ঠিকানা বলতে না পারায় আর বাড়ি ফিরে আসতে পারেননি ফারজানা। তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ ফারজানা মারা গেছেন অথবা পাচার হয়ে গেছেন-এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেননি তাঁর পরিবার। এদিকে হারিয়ে যাওয়া ফারজানা বেঁচে থাকার আশায় এক ব্যক্তির মাধ্যমে অন্যের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন। এত বছর ধরে তিনি রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীতে বিভিন্ন বাসায় গৃহ পরিচালিকার কাজ করতে থাকেন।
অন্যদিকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে তাকে খুঁজতে থাকেন। কিছুদিন আগে ফারজানার ভাইয়ের কাছে খবর আসে তাঁর বোনের মতো দেখতে এক নারী নোয়াখালীর সোনাপুর এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শহিদ উল্লাহ। পরে গত সোমবার র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে সাধারণ ডায়েরিসহ হাজির হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ফারজানার পরিবারের লোকদের নিয়ে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে ফারজানা আক্তারকে উদ্ধার করে র্যাব।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফারজানাকে উদ্ধার করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
নিখোঁজের ২২ বছর পর পরিবারে ফিরলেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ফারজানা আক্তার (ছদ্মনাম)। গত সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে র্যাব।
হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাই মো. শাহীন (ছদ্মনাম)। তিনি বলেন, ‘বোনকে ফিরে পেয়ে আমি ও আমার পরিবারের প্রত্যেক সদস্য অনেক খুশি।’
জানা গেছে, নিজ বাড়ি থেকে ২০০০ সালে ঘুরতে বের হন ১৪ বছরের কিশোরী ফারজানা আক্তার। একপর্যায়ে নিজের বাড়ির রাস্তা হারিয়ে পেলেন। পড়াশোনা না জানায় এবং ঠিকমতো ঠিকানা বলতে না পারায় আর বাড়ি ফিরে আসতে পারেননি ফারজানা। তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ ফারজানা মারা গেছেন অথবা পাচার হয়ে গেছেন-এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেননি তাঁর পরিবার। এদিকে হারিয়ে যাওয়া ফারজানা বেঁচে থাকার আশায় এক ব্যক্তির মাধ্যমে অন্যের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন। এত বছর ধরে তিনি রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীতে বিভিন্ন বাসায় গৃহ পরিচালিকার কাজ করতে থাকেন।
অন্যদিকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে তাকে খুঁজতে থাকেন। কিছুদিন আগে ফারজানার ভাইয়ের কাছে খবর আসে তাঁর বোনের মতো দেখতে এক নারী নোয়াখালীর সোনাপুর এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শহিদ উল্লাহ। পরে গত সোমবার র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে সাধারণ ডায়েরিসহ হাজির হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ফারজানার পরিবারের লোকদের নিয়ে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে ফারজানা আক্তারকে উদ্ধার করে র্যাব।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফারজানাকে উদ্ধার করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫