Ajker Patrika

ইজতেমা ময়দানে জুমার নামাজে মানুষের ঢল

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ৩০
ইজতেমা ময়দানে জুমার নামাজে মানুষের ঢল

বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী ৪৩তম সরুগ্রাম ইজতেমার দ্বিতীয় দিন ছিল গতকাল শুক্রবার। ইজতেমা ময়দানে এ দিন জুমার নামাজ অনুষ্ঠিত হয়। জুমার নামাজে অংশ নিতে গতকাল সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে।

জুমার নামাজের খুতবা শেষে ইমামতি করেন সৌদি আরবের মুরব্বি হজরত মাওলানা শেখ সালেহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হাফেজ ওয়ালিউল্লাহ।

আজ শনিবার ইজতেমা শেষ হবে। ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ইজতেমা ময়দানে মুসল্লিদের অবস্থান নেওয়ার জন্য ৩৬টি পয়েন্ট করা হয়েছে। প্রতিটি পয়েন্টে আগে থেকেই ওপরে শামিয়ানা টানানো হয়েছে। নিজ নিজ এলাকার মুসল্লিরা একসঙ্গে সেখানে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। এ ছাড়া সেখানে সৌদি আরব, ভারত ও নেপালের মুসল্লিরাও আছেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, ইজতেমা ময়দানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। এখানে অবস্থান নেওয়া মুসল্লিদের জন্য গোসল, টয়লেট ও অজুর জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত