Ajker Patrika

ধুনটে শতবছরের বউমেলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬: ৫৬
ধুনটে শতবছরের বউমেলা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এমন দিনে বসেছিল জমজমাট শারদীয় বউমেলা। বগুড়ার ধুনট পৌর এলাকার সরকারপাড়ায় প্রায় ১৩২ বছর ধরে বসে এই মেলা।

ইছামতী নদীতীরের এই মেলা থাকে স্থানীয় বাসিন্দাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। গতকাল দুর্গাপূজার দশমীর দিনে বসে মেলা। মেলায় আসা মানুষের ৯৫ শতাংশই নারী। এ জন্য এটি বউমেলা নামে পরিচিত।

দেবী দর্শনের পর নারীরা ঢুকে পড়েন মেলায়। চারদিক থেকে বাঁশের বেড়ায় ঘেরা এ মেলায় পুরুষের ঢোকার অনুমতি নেই। মেলায় মেয়েদের প্রসাধনীসামগ্রী উপজীব্য হলেও শিশুতোষ খেলনা ও গৃহস্থালিপণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এ ছাড়া মেলায় ছিল খই, মুড়ি, মুড়কি, বাতাসা, জিলাপি, পাঁপড় ভাজা, নানা ধরনের মিষ্টান্নসহ নানা রকমের খাবার।

মেলার বাইরে অপেক্ষা করেন পুরুষেরা। উৎসবের আয়োজন শুধু মেলাপ্রাঙ্গণেই সীমাবদ্ধ নয়। মেলা উপলক্ষে জামাতা ও আত্মীয়স্বজনদের আমন্ত্রণ করে আপ্যায়ন করার রেওয়াজ আছে।

মেলায় আসা সুনন্দা রানি জানান, মেলা উপলক্ষে বাবার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছেন। এখানে এলেই ছোটবেলার কথা খুব মনে পড়ে তাঁর।

মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ কুমার সরকার জানান, এক দিনের এ মেলা শারদীয় দুর্গোৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয়। দশমীর দিনে এ মেলা হয়। শত বছরের বেশি সময় সরকারপাড়ায় ঐতিহ্যবাহী এ মেলা বসে। দূর-দূরান্ত থেকে মানুষ এ মেলায় এসে আনন্দ ভাগাভাগি করে। দেবী বিসর্জনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, পূজা এবং মেলা উপলক্ষে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত