Ajker Patrika

খেয়ালখুশির গতিরোধকে সড়কে সড়কে মরণফাঁদ

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম
খেয়ালখুশির গতিরোধকে সড়কে সড়কে মরণফাঁদ

কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিভিন্ন সড়কে অপরিকল্পিত ও প্রশাসনের অনুমোদনহীন অর্ধশতাধিক গতিরোধক স্থাপন করা হয়েছে। তবে এসব গতিরোধকের নেই কোনো সড়ক নির্দেশক (রোড সাইন), ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পড়ছেন যানবাহনের যাত্রী ও চালকেরা।

মাত্রাতিরিক্ত উচ্চতার ও সরু এসব গতিরোধকের কারণে বিকল হচ্ছে যানবাহন। তবে দিন দিন সড়কগুলোতে গতিরোধক বাড়তে থাকলেও তা নিয়ে নির্বিকার প্রশাসন। অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত গতিরোধকগুলো দ্রুত সরানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা।

খোঁজ নিয়ে জানা যায়, অষ্টগ্রামের পাঁচটি ইউনিয়নের বিভিন্ন সড়কে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে যত্রতত্র গতিরোধক নির্মাণ করা হয়েছে। যে যার মতো বাড়ির সামনে গতিরোধক স্থাপন করেছেন। তবে নেই সড়ক নির্দেশক কোনো চিহ্ন বা বিশেষ রং।

সরেজমিনে দেখা যায়, দেওঘর ইউনিয়নের দেওঘর গ্রাম থেকে সাভিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, আড়াই কিলোমিটার সড়কে ১৪টি গতিরোধক। দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাভিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি গতিরোধক ছাড়া বাকিগুলো বিভিন্ন বাড়ির সামনে। ৫০ ফুট দূরত্বে নিজ নিজ বাড়ির সামনে ইচ্ছেমতো বসিয়েছেন গতিরোধক।

অন্যদিকে হক সাহেব উচ্চবিদ্যালয় থেকে পশ্চিম আলীনগর পর্যন্ত পৌনে ২ কিলোমিটার সড়কে রয়েছে ২০টি গতিরোধক। আদমপুর ইউনিয়নের চিনাকান্দি থেকে বাজার পর্যন্ত ১ কিলোমিটার সড়কে রয়েছে ১০টি গতিরোধক। এ ছাড়া পূর্ব অষ্টগ্রাম, অষ্টগ্রাম সদর, বাঙ্গালপাড়া ও কাস্তুল ইউনিয়নের বিভিন্ন সড়কে বহু অপরিকল্পিত ও অননুমোদিত গতিরোধক রয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতুর পূর্ব প্রান্তে তিনটি ও অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের দুটি ছাড়া, সব কটি গতিরোধক মাত্রাতিরিক্ত উচ্চতা ও প্রস্থের। বেশির ভাগই বেশ সরু। এসব অননুমোদিত গতিরোধক পারাপার হতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহন। দুর্ঘটনায় শারীরিক ক্ষতিগ্রস্ত হন চালক ও যাত্রীরা।

উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী বলেন, ‘মাসিক সভায় অননুমোদিত গতিরোধকের বিষয়টি তোলা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ করব।’ কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘অপরিকল্পিত গতিরোধক দুর্ঘটনা কমায় না, বরং বাড়ায়। বিষয়টি সমাধানে ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত